ওয়েবডেস্ক- বিশ্বের দরবারে সম্মানিত ভারতীয় সাহিত্যের (Indian literature honored) জয়জয়কার। আন্তর্জাতিক বুকার পুরস্কারে (Booker Prize) ভূষিত হলেন কন্নড় লেখিকা বানু মুস্তাক (Banu Mushtaq) । তাঁর ছোট গল্পের সংকলন ‘হার্ট ল্যাম্প’ বইয়ের জন্য এই পুরস্কার পেলেন লেখিকা। বানু মুস্তাকের ইংরেজি সংস্করণের জন্য একই সম্মান সম্মানিত হলেন দীপা ভাসতি।
এই প্রথম কন্নড় ভাষায় কোনও লেখা বুকার সম্মান ছিনিয়ে নিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের লেখকের মোট ৬টি বই এই পুরস্কারের জন্য মনোনীত হয় ৷ সেই তালিকায় জায়গা করে নিয়েছিল বানু মুস্তাকের ‘হার্ট ল্যাম্প’-এর ইংরেজি অনুবাদ ৷ মঙ্গলবার কন্নড় ভাষায় লেখা এই বইটিকে বেছে নেন বিচারকরা।
এই বইটি মূল প্রেক্ষাপট হল পারিবারিক ও সাম্প্রদায়িকতার সমস্যা। সেগুলিকে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন লেখিকা। বিচারকদের মতে বইটি অত্যন্ত সহজ ভাষায় লেখা হয়েছে, লেখার প্রতিটি শব্দ হৃদয়কে স্পর্শ করে। এই কারণেই ‘হার্ট ল্যাম্প’কে বেছে নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন- বদলাচ্ছে ২০ টাকার নোট! আগের নোট কি তবে বাতিলের তালিকায়?
মঙ্গলবার রাতে লন্ডনের টাটা মডার্ন মিউজিয়ামে আন্তর্জাতিক বুকার পুরস্কারের অনুষ্ঠানের আয়োজিত হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লেখকদের হাতে তাঁর এই বই তুলে দেন লেখিকা বানু মুস্তাক ও দীপা ভাসতি। লেখিকা বানু মুস্তাক, জানিয়েছেন, কোনও গল্প ছোট হতে পারে না। মানুষের অভিজ্ঞতার মধ্যেই সমস্ত গল্প লুকিয়ে থাকে। বর্তমান সময় মানুষের মধ্যে বিভিন্ন বিষয়ে মতভেদ থাকলেও একমাত্র সাহিত্য সকলে বেঁধে রাখতে পেরেছে। সাহিত্যই পারে একে অপরের মনের মধ্যে থাকা ফাঁকা জায়গাগুলিকে ভরিয়ে তুলতে।
দেখুন আরও খবর-