ব্যাঙ্কগুলি জুলাইয়ে মোট পনেরো দিন বন্ধ থাকবে। এর মধ্যে ন’টি উত্সবের জন্য ছুটি। এ ছাড়া দ্বিতীয়, চতুর্থ শনিবার ও রবিবারগুলি তো রয়েছেই। তবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (আরবিআই) ছুটির তালিকা অনুযায়ী, ন’টি ছুটি রাজ্য ভিত্তিক। অর্থাৎ বিভিন্ন রাজ্যে, বিভিন্ন উৎসবের জন্য ছুটি পাবেন ব্যাঙ্ক কর্মীরা। সুতরাং, জুলাই মাসে আপনার যদি ব্যাঙ্ক সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজ থাকে, তবে এই ক্যালেন্ডার আপনার কাজে আসবে।
সমস্ত ব্যাঙ্ক সরকারি ছুটিতে বন্ধ থাকে। আবার কিছু ছুটি হয় রাজ্য ভিত্তিক। গোটা দেশে সব ব্যাঙ্ক কেন্দ্রীয় সরকার ঘোষিত ছুটির দিনে বন্ধ থাকে। তবে রাজ্য ভিত্তিক ছুটি উপভোগ করেন সংশ্লিষ্ট রাজ্যের ব্যাঙ্ককর্মীরাই।
যেমন ১২ জুলাই রথযাত্রা উপলক্ষে ওড়িশায় বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি। আবার কাং (রথযাত্রা) উপলক্ষে ইম্ফলেও ওইদিন বন্ধ থাকবে সব ব্যাঙ্ক।
অন্যদিকে ১৩ ও ১৪ জুলাই সিকিমের ব্যাঙ্কগুলি ভানু জয়ন্তী এবং দ্রুকপা শেচি পালন করতে বন্ধ থাকবে।
আবার ১৬ জুলাই, উত্তরাখণ্ডের ব্যাঙ্কগুলি হরেলা উত্সবের জন্য বন্ধ থাকবে।
১৭ জুলাই, ইউ তিরোত সিং দিবস এবং খড়চি পূজো উপলক্ষে যথাক্রমে আগরতলা এবং শিলংয়ের সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
সিকিমে ১৯ জুলাই গুরু রিমপোচে থুংকার তিশেচু উপলক্ষে বন্ধ থাকবে সব ব্যাঙ্ক। ২০ জুলাই, বকরিইদের জন্য, জম্মু ও কাশ্মীরের ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। তবে, ২১ জুলাই আইজল, ভুবনেশ্বর, কোচি ও তিরুবনন্তপুরম বাদে বাকি সব জায়গাতেই বকরিইদের জন্য ছুটি থাকবে।
অন্যদিকে ৩১ জুলাই আগরতলায়, কের পূজোর কারণে ব্যাঙ্ক বন্ধ থাকবে।