ওয়েবডেস্ক: ব্যাঙ্ক জালিয়াতি (Bank loan fraud) ! দিল্লি (Delhi), মুম্বই (Mumbai), উত্তরপ্রদেশের (UP) ১১ জায়গায় ইডির হানা। ঘটনায় সমাজবাদী দলের (Samajwadi Party leader) এক নেতার যোগ রয়েছে বলে খবর।
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নেতৃত্বে ব্যাঙ্কগুলির একটি কনসোর্টিয়ামের দায়ের করা অভিযোগের ভিত্তিতে ইডি আর্থিক দুর্নীতি প্রতিরোধ আইনের (পিএমএলএ) এর অধীনে একটি মামলা দায়ের করেছে।
অভিযোগে বলা হয়েছে, ব্যাঙ্কগুলির সঙ্গে প্রতারণা করা হয়েছে। ঋণের পরিমাণগুলি অপব্যবহার করা হয়েছে এবং বর্ণিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে।
গঙ্গোত্রী এন্টারপ্রাইজ ১,৫০০ কোটি টাকার জালিয়াতির সঙ্গে জড়িত। সমাজবাদী পার্টি নেতা, প্রাক্তন বিধায়ক বিনয় শঙ্কর তিওয়ারি। গঙ্গোত্রী এন্টারপ্রাইজে অভিযান চালায় ইডি । এই সংস্থার সঙ্গে জড়িত আছে, সমাজবাদি দলের নেতা শঙ্কর তিওয়ারির নাম। উত্তরপ্রদেশ, দিল্লি, মুম্বইতে অভিযান চলে।
আরও পড়ুন: ‘পাস’ এল কোথা থেকে? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগেই চাকরিহারাদের বিক্ষোভে রণক্ষেত্র নেতাজি ইন্ডোর
লখনউয়ের পাঁচটি জায়গা, নয়ডায় একটি, গোরক্ষপুর, মহারারাজগঞ্জ, সীতাপুর ও দিল্লিতে একটি করে জায়গায় হানা দেয় ইডি। ১,৫০০ কোটি টাকার ব্যাংক ঋণ জালিয়াতির মামলায় গঙ্গোত্রী এন্টারপ্রাইজেসের বিরুদ্ধে তদন্ত চলছে। সিবিআই ইতিমধ্যেই তিওয়ারি এবং গঙ্গোত্রী এন্টারপ্রাইজের অন্যান্য পরিচালকদের বিরুদ্ধে ১,৫০০ কোটি টাকার ব্যাংক প্রতারণার অভিযোগে মামলা দায়ের করেছে।
সিবিআইয়ের অভিযোগ করেছে যে প্রাক্তন বসপা বিধায়ক ব্যাঙ্ক থেকে ঋণ নিয়ে সে টাকা অন্যত্র বিনিয়োগ করেছেন। এর পরেই ইডি মামলা করে।
ইডির অভিযোগ, অভিযোগে অভিযোগ করা হয়েছে যে ঋণের পরিমাণগুলি অপব্যবহার করা হয়েছে এবং বর্ণিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে, যার ফলে ব্যাংকগুলিকে প্রতারণা করা হয়েছে।
উল্লেখ্য, বিনয় কৃষ্ণ তিওয়ারি, প্রয়াত বলিষ্ঠ রাজনীতিবিদ হরি কৃষ্ণ তিওয়ারির ছেলে। বিনয় আগে বসপার বিধায়ক ছিলেন, পরে সমাজবাদী পার্টিতে যোগ দেন। সরকারি চুক্তি সুরক্ষিত করার সঙ্গে জড়িত কোম্পানি গঙ্গোত্রী এন্টারপ্রাইজেসের নামে তিনি বিভিন্ন ব্যাঙ্ক থেকে একাধিক ঋণ নিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
দেখুন অন্য খবর: