ওয়েব ডেস্ক: মহিলাদের পোশাক (Dresses Of Women) নিয়ে ফের নয়া ফতোয়া জারি করল বজরং দল (Bajrang Dal)। মন্দিরে প্রবেশের ক্ষেত্রে এবার এক বিশেষ ‘ড্রেস কোড’-এর (Dress Code) ফরমান জারি করল এই সংগঠন। এই মর্মে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) জব্বলপুরের দেওয়ালে দেওয়ালে সাঁটানো হল পোস্টার। ইতিমধ্যে শহরের ৫০টির বেশি জনপ্রিয় মন্দিরের বাইরে পোস্টার লাগিয়ে এই নতুন ফরমান জারি করা হয়েছে বজরং দলের তরফে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে, ভারতীয় ঐতিহ্য মেনে না চললে, অর্থাৎ নির্দিষ্ট ধরনের পোশাক না পরলে মেয়েদের মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না।
বজরং দলের পক্ষ থেকে জানানো হয়েছে, মন্দিরে প্রবেশের সময় মেয়েদের অবশ্যই ভারতীয় পোশাক পরতে হবে। এক্ষেত্রে শাড়ি, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা বা এমন কিছু যা শালীন, শুধুমাত্র সেইসব পোশাকই পরতে হবে। শুধু তাই নয়, মন্দিরে প্রবেশের সময় মেয়েদের মাথা ঢেকে রাখাও বাধ্যতামূলক করা হয়েছে।
আরও পড়ুন: বর্ষার শুরুতেই লাঙল হাতে মাঠে নেমে এ কী করলেন মুখ্যমন্ত্রী!
এবার প্রশ্ন হচ্ছে, মেয়েদের মন্দিরে প্রবেশের জন্য কোন কোন পোশাক নিষিদ্ধ? বজরং দলের পোস্টারে যে পোশাকগুলিকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হয়েছে, তার মধ্যে রয়েছে— হাফ প্যান্ট, বারমুডা, মিনি স্কার্ট, নাইট স্যুট, জিন্স-টপ ইত্যাদি। এমনকি পোস্টারে স্পষ্ট করে বলা হয়েছে, “এই ধরনের পোশাক পরে মন্দিরে প্রবেশ করা যাবে না, কেউ এভাবে এলে বাইরে থেকেই দর্শন করুন।”
যদিও এই প্রথম নয়, এর আগেও বজরং দলের এরকম একাধিক পদক্ষেপকে ঘিরে উঠেছিল সমালোচনার ঝড়। কারণ, স্বাধীন দেশে পোষাক নিয়ে ফতোয়া জারি করা কতটা যুক্তিযুক্ত তা নিয়েও রয়েছে প্রশ্ন। কিন্তু তা সত্ত্বেও বিজেপি শাসিত রাজ্যে রাজ্যে এখনও এভাবেই ফরমান জারি করে চলেছে বজরং দলের মতো সংগঠনগুলি।
দেখুন আরও খবর: