দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক আধিকারিকরা ১৮ কেজি হেরোইন বাজেয়াপ্ত করেছে। চুড়ির পার্সেলে করে পাচার করা হচ্ছিল এই মাদক। যার আনুমানিক বাজারদর ৭.৫ কোটি টাকা। আফ্রিকা থেকে দিল্লির এক ঠিকানায় বৃহস্পতিবার পাঠানো হয়েছিল এই পার্সেল।
গত সপ্তাহেও ১৮ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে। যার মূল্য প্রায় ১২৬ কোটি টাকা। এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজন অভিযুক্তকে। কাস্টম অফিসাররা জানিয়েছিলেন, জোহানসবার্গের থেকে এসেছিল ওই দুই ব্যক্তি। অত্যন্ত সুকৌশলে মাদক নিয়ে বিমান বন্দরের গ্রিন সিগন্যালও পেরিয়ে গিয়েছিল অভিযুক্তরা। তবে, এক্সিট গেটের কাছে তাদের আটকানো হয়। ব্যাগ তল্লাশি করলে মাদক পাওয়া যায়। এরপর গ্রেফতার করা হয় ওই দুই অভিযুক্তকে।