ওয়েব ডেস্ক: ফের উত্তপ্ত মণিপুর (Manipur)। আজ সোমবার মণিপুরের চুরাচাঁদপুর (Churachandpur) জেলায় বন্দুকধারীদের গুলিতে ৬০ বছর বয়সী এক বৃদ্ধা সহ কমপক্ষে ৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার জেরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ সূত্রে খবর, সোমবার দুপুর ২টোর সময়ে মংজং (Mongjang) গ্রামের কাছে এই হামলা চালানো হয়। পথে থাকা একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ঘটনাস্থল থেকে ১২টিরও বেশি গুলির খোল উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন থেঙ্কোথাং হাওকিপ ওরফে থাহপি (৪৮), সেইখোগিন (৩৪), লেঙ্গোহাও (৩৫) এবং ফালহিং (৬০)।
আরও পড়ুন: মোদির সফরকালেই ঘানায় ভ্যাকসিন হাব স্থাপন, নামিবিয়ায় UPI সম্প্রসারণ
যদিও এখনও পর্যন্ত কোনও সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি। ওই এলাকায় নতুন করে হিংসার ঘটনা এড়াতে পুলিশ এবং অতিরিক্ত নিরাপত্তা বাহিনী (Security Forces) ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে।
দেখুন অন্য খবর