কলকাতা টিভি ওয়েব ডেস্ক : সিঙ্ঘু সীমান্তে আন্দোলনকারী কৃষকদের মঞ্চের কাছে উদ্ধার যুবকের হাতকাটা ঝুলন্ত দেহ। খুনের পর হাত-পা কাটা অবস্থায় ওই ব্যক্তির দেহ পুলিশের ব্যারিকেডে ঝুলিয়ে দেওয়া হয় বলে মনে করা হচ্ছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে সিভিল হাসপাতালে পাঠিয়েছে।
কুন্দলি থানার পুলিশ দেহটি উদ্ধার করে দেহটি ।ডিএসপি হংসরাজ জানিয়েছেন, শুক্রবার ভোর ৫ টায় হাত, পা কাটা একটি মৃতদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। নৃশংসভাবে খুন করা হয়েছে ওই ব্যক্তিকে। হাত কেটে নেওয়া হয়েছে কবজি থেকে । এমনকী গোড়ালি থেকে কেটে নেওয়া হয়েছে একটি পায়ের পাতাও। যুবকের নাম লাখবির সিং। বয়স আনুমানিক ৩৫ বছর।
At about 5 am today, a body was found hanging with hands, legs chopped at the spot where farmers' protest is underway (Kundli, Sonipat). No info on who's responsible, FIR lodged against an unknown person. Viral video is a matter of probe, rumours will linger: DSP Hansraj pic.twitter.com/IfWhC2wW4l
— ANI (@ANI) October 15, 2021
প্রাথমিক ভাবে এই নৃশংস হত্যা কান্ডের জন্য নিহং নামের এক শিখ গোষ্ঠীকে দায়ী করা হয়েছে। কারণ একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা গিয়েছে শিখদের নিহং সম্প্রদায়ের বেশ কয়েকজন ওই ব্যক্তিকে মারধর করছে। এমনকী একটি দল ওই যুবক অর্থাৎ লখবির সিংয়ের উপর দাঁড়িয়ে রয়েছে। কেটে নেওয়া হয়েছে হাতের কবজিও। ফলে যন্ত্রণায় ছটফট করছেন তিনি। চারিদিক ভেসে যাচ্ছে রক্তে।
আরও পড়ুন – গুজরাতে কমলেও বাংলায় ক্ষমতা বাড়ল বিএসএফের, শাহের মন্ত্রকের নির্দেশ ঘিরে বিতর্ক
ইতিমধ্যে, যুবকের হাত, পা কাটার ভয়াবহ দৃশ্য ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। যুবকের মৃতদেহ পোস্টমর্টেমের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় কে বা কারা জড়িত রয়েছে কেনই বা ওই যুবককে এমন নৃশংস ভাবে হত্যা করা হল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।