কলকাতা টিভি ওয়েব ডেস্ক : লখিমপুর কান্ডের অন্যতম অভিযুক্ত আশিস মিশ্রকে তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আদালত। কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রকে টানা জেরা করার পর শনিবার তাঁকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার এই লখিমপুর মামলার শুনানি ছিল আদালতে। জেরার কারণে পুলিশ আশিসকে ১৪ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছিল। সেই আবেদন মঞ্জুর করা হয়নি। তবে, ১২ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিন দিন অভিযুক্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
গত সপ্তাহে লখিমপুর খেরিতে কৃষকদের মিছিলে গাড়ি চালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে মন্ত্রীপুত্র আশিসের বিরুদ্ধে। সেই ঘটনায় মোট ৮ কৃষকের মৃত্যু হয়। লখিমপুরের এই হিংসাকাণ্ডের (Lakhimpur farmers Violence) তদন্তে (Enquiry) প্রথম থেকেই পুলিশ-প্রশাসনের (Administration) বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল।
পরে চাপে পড়ে পদক্ষেপ করলেও গড়িমসি। এমনকী, মন্ত্রীর ছেলে গ্রেফতারের ঘোষণাতেও ‘লেট লতিফ’ উত্তরপ্রদেশ পুলিশ (Uttar Pradesh police)।শনিবার কেন্দ্রীয় মন্ত্রীর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের প্রায় ১২ ঘণ্টা পর পুলিশ ঘোষণা করেছে, লখিমপুর হিংসাকাণ্ডে জড়িত থাকার অপরাধে আশিস মিশ্রকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন – শাহরুখের বিজ্ঞাপনে কোপ, কাজ সামলাচ্ছেন বডি ডবল
শনিবার ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর লখিমপুর কাণ্ডের অন্যতম অভিযুক্ত আশিস মিশ্র ওরফে মনু ভাইয়াকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। শনিবার সকাল ১১টা নাগাদ উত্তরপ্রদেশ পুলিশের অপরাধদমনকারী শাখার আধিকারিকদের সামনে হাজিরা দেন তিনি। তাঁর বয়ানের সপক্ষে প্রমাণ হিসেবে ভিডিও এবং ১০ জনের এফিডেভিট জমা দেন লখিমপুর সংঘর্ষের ঘটনায় অভিযুক্ত আশিস। এরপরেই অভিযুক্তকে সোমবার আদালতে তোলা হয়।