মুম্বই : মঙ্গলবার বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের শুনানি। মাদক মামলায় বুধবার মুম্বই সেশন কোর্টে আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ হওয়ার পর বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন তাঁর আইনজীবী। নতুন করে হাইকোর্টে আরিয়ানের জামিনের আবেদন করেন আইনজীবী অমিত দেশাই। বৃহস্পতিবার মাদক মামলায় সেই জামিনের আবেদনের শুনানির কথা ছিল। পিছিয়ে যায় জামিন আবেদনের শুনানি। আজ বম্বে হাইকোর্টে আরিয়ানের জামিনের শুনানি।
বিচারপতি নিতীন ডব্লুউ সামব্রের ডিভিশন বেঞ্চে শুনানি। প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি আরিয়ানের হয়ে সওয়াল করবেন। গতকাল মাঝরাতে তিনি লন্ডন থেকে মুম্বই এসেছেন এই মামলার জন্য।
আরও পড়ুন : ম্যালেরিয়ায় আক্রান্ত রাজ্যপাল, ফোনে খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী
গত ৩ অক্টোবর আরিয়ানের গ্রেফতারির পর প্রথম দেখা করেন শাহরুখ। গ্রেফতারির পর পরই ফোনে কথা বলেছিলেন কিং খান। কিন্তু সামনাসামনি দেখা করতে যাননি শাহরুখ। বৃহস্পতিবারই প্রথম আর্থার রোড জেলে ছেলের সঙ্গে দেখা করেন। যদিও আরিয়ানের গ্রেফতারি বা মাদক মামলায় তাঁর কতটা যোগ রয়েছে তা নিয়ে কোনও বক্তব্যই রাখেননি শাহরুখ।