নয়াদিল্লি: ভোটের আগের দিন গুলি (Gun Fight) চলল অরুণাচল প্রদেশে (Arunachal Pradesh)। লংডিং পুমাও বিধানসভা কেন্দ্রে দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এনপিপি প্রার্থী থাংওয়াং ওয়াংখাম বিজেপি প্রার্থী তাংপো ওয়াগনাউয়ের অনুগামীদের সংঘর্ষে জেরেই এই ঘটনা বলে জানা গিয়েছে। দুটি লোকসভা আসন ছাড়াও, অরুণাচল প্রদেশের ৬০ টি বিধানসভা আসনে আজ ভোটগ্রহণ। ক্ষমতাসীন বিজেপি ফের ক্ষমতায় ফেরার চেষ্টার লড়াইয়ে নেমেছে।
আরও পড়ুন: ভোটের দিন অশান্ত মণিপুর, বুথে চলল গুলি
গত বিধানসভা নির্বাচনে, এনএসসিএন (আইসাক-মুইভা) বিদ্রোহীরা এনপিপি-র একজন প্রার্থীকে গুলি করে হত্যা খুন করে ছিল। জঙ্গি সংগঠন এনএসসিএন-এর বিভিন্ন গোষ্ঠী লংডিং সহ মিয়ানমারের সীমান্তবর্তী অরুণাচল প্রদেশের জেলাগুলিতে সক্রিয় রয়েছে। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছে। কোনও রকম অশান্তি এড়াতে তৎপর কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) পবন কুমার সাইন বলেছেন, ইন্ডিয়া রিজার্ভ ব্যাটালিয়ন এবং রাজ্য পুলিশ কর্মী সহ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ৭০ কোম্পানি মোতায়েন সহ রাজ্যে শান্তিপূর্ণ ভোটগ্রহণের জন্য নিরাপত্তায় মোতায়েন রয়েছে। তাও ভোটের আগের দিন নিরাপত্তার চাদর ভেদ করে কী করে গুলি চলে সে নিয়েও উঠছে প্রশ্ন।
অন্য খবর দেখুন