অযোধ্যা: দীর্ঘ ৭০ বছরের অপেক্ষার অবসান ঘটল। অবশেষে নব নির্মীয়মাণ মন্দিরে ১২ টা বেজে ২৯ মিনিটে মহাসমারোহে প্রাণপ্রতিষ্ঠা হয়েছে রামলালার (Ram Lalla) ৷ যে রামলালাকে নিয়ে দেশে অকাল দীপাবলিতে মেতেছে আমজনতা তা মূর্তির রূপ পেয়েছে কর্নাটকের অরুণ যোগীরাজের (Arun Yogiraj) হাতে। তাঁর নির্মিত রামলালার মূর্তিটি প্রতিষ্ঠিত হয়েছে অযোধ্যার রাম মন্দিরে (Ayodhya Ram Mandir)। সোমবার বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠার পর নিজেকে পৃথিবীর সৌভাগ্যবান (Luckiest Person on Earth) বলে মনে করছেন অরুণ যোগীরাজ।
কর্নাটকের ভাস্কর অরুণ যোগীরাজ, যার মূর্তি অযোধ্যা মন্দিরের জন্য রাম লল্লা হিসাবে নির্বাচিত হয়েছিল। তিনি সোমবার, এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে অরুণ যোগীরাজ বলেন, আমরা নিজেকে এখন নিজেকে পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান ব্যক্তি মনে করছি। আমার পরিবারের সদস্য এবং ভগবান রামের আশীর্বাদ সবসময় আমার সঙ্গে ছিল। মাঝেমধ্যে আমার মনে হয়, আমি স্বপ্নের পৃথিবীতে বাস করছি।
আরও পড়ুন: অযোধ্যায় রামমন্দির উদ্বোধনে রামে মোহিত মোদি
অরুণ যোগীরাজ শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র কর্তৃক ‘রাম লালা’ মূর্তি খোদাই করার জন্য নির্বাচিত তিনজন ভাস্করদের মধ্যে একজন। গত সপ্তাহে মন্দিরে রামলালার মূর্তি স্থাপন করা হয়েছে। যেখানে দেবতাকে একটি পদ্মের উপর দাঁড়িয়ে থাকা পাঁচ বছর বয়সী শিশু হিসাবে চিত্রিত করা হয়েছে। কালো পাথর থেকে এই মূর্তির অরুণ যোগীরাজের তৈরি। কর্নাটকের মহীশূরের বাসিন্দা অরুণ যোগীরাজ বর্তমানে দেশের প্রখ্যাত ভাস্কর। এমবিএ করেছেন। কর্পোরেট সেক্টরে কাজ করেছিলেন। তিনি বরাবরই কাজের ব্যাপারে একনিষ্ঠ। খুব ছোট বয়স থেকেই তিনি মূর্তি নির্মাণ করেন। এর আগে কেদারনাথের আদি শঙ্করাচার্য এবং দিল্লির ইন্ডিয়া গেটে ৩০ ফুটের নেতাজি সুভাষ চন্দ্র বসুর মূর্তিটিও তিনি তৈরি করেছিলেন। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও অরুণের প্রতিভার প্রশংসা করেছেন।
আরও অন্য খবর দেখুন