শ্রীনগর: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) উধমপুরের কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার (Indian Airforce) চপার৷ ভেঙে পড়ার সময় ওই চপারে ছিলেন ভারতীয় বায়ুসেনার দুই পাইলট (Pilot)৷ দু’জনেই গুরুতর আহত হয়েছেন বলে খবর৷ তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে৷ দু’জনের অবস্থা সঙ্কটজনক বলে হাসপাতাল সূত্রে খবর৷
আরও পড়ুন: ৪ নভেম্বর পর্যন্ত ত্রিপুরায় সব ধরণের সভা নিষিদ্ধ করল হাই কোর্ট
মঙ্গলবার সকালে উধমপুর জেলার শিবর গড় ধর এলাকায় ভেঙে পড়ে বায়ুসেনার চিতা হেলিকপ্টার৷ স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে দ্রুত পাইলটদের উদ্ধারে সেখানে পাঠানো হয় পুলিশ টিম৷ কাশ্মীর পুলিশ জানিয়েছে, আবহাওয়া খারাপ থাকায় কুয়াশার জন্য দৃশ্যমানতা কমে গিয়েছিল৷ সম্ভবত সেই কারণে দুর্ঘটনা ঘটতে পারে৷
ভেঙে পড়া চপার৷ ছবি সৌজন্য- টুইটার৷
পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছে ভেঙে পড়া চপার থেকে দু’জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে৷ কিন্তু মাঝ আকাশেই চপারটি দুর্ঘটনার কবলে পড়ে নাকি অবতরণের সময় সেটি ভেঙে যায় তা স্পষ্ট নয়৷
আরও পড়ুন: নরেন্দ্র গিরির মৃত্যুর ঘটনায় গ্রেফতার শ্লীলতাহানিতে অভিযুক্ত অনন্ত গিরি
গত মাসের প্রথম দিকে বায়ুসেনার একটি বিমান ভেঙে পড়েছিল৷ ৩ অগস্ট কাঠুয়ার রঞ্জিৎ সাগর দাম লেকের কাছ থেকে উদ্ধার হয়েছিল বায়ুসেনার ভেঙে পড়া বিমান৷