ওয়েবডেস্ক: ফের বড়সড় সাফল্য ভারতীয় সেনার (Indian Army)। নিয়ন্ত্রণ রেখা (LOC) বরাবর জঙ্গি অনুপ্রবেশের (Militant infiltration) চেষ্টা ব্যর্থ করল ভারতীয় সেনাবাহিনী। দু পক্ষের মধ্যে গুলি বিনিময় চলে। গুলিতে আহত হয়েছেন এক সেনা জওয়ান। জম্মু ও কাশ্মীরের (Jammu kashmir) আখনুর সেক্টরে (Akhnoor sector) নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ। একজন জুনিয়র কমিশনড অফিসার গুরুতর আহত হয়েছেন বলে খবর।
কর্মকর্তারা জানিয়েছেন, গভীর রাতে জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘনের পর ভারতীয় সেনাবাহিনী “কার্যকরভাবে জবাব দিয়েছে”। গুলিবর্ষণ চলাকালীন এক জওয়ান গুরুতর আহত হয়েছেন।
আরও পড়ুন: চাকরিহারা ৪, কর্মী ও শিক্ষক সংকটে চরম দুরবস্থা ঝাড়গ্রামের স্কুলে
শুক্রবার গভীর রাতে জম্মুর নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করে। বাধা দেয় সেনা। দুপক্ষের মধ্যে গুলি বর্ষণ চলে। সীমান্ত পাহারারত সেনারা আখনুর সেক্টরের কেরি বাট্টাল এলাকায় একদল সন্ত্রাসীর গতিবিধি টের পায়। অতিরিক্ত সেনা মোতায়েন করে এলাকাটি ঘিরে রাখা হয়েছে। আহত সেনা জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা “স্থিতিশীল” বলে জানা গেছে।
দেখুন অন্য খবর: