শ্রীনগর: আফগানিস্তানে (Afghanistan) অন্তর্বর্তী সরকার গঠন করতে চলেছে তালিবান (Taliban)৷ সেই সরকারকে কি স্বীকৃতি দেবে ভারত (India)? ধোঁয়াশা জিইয়ে রেখেছে দিল্লি৷ অথচ সেই তালিবানের সঙ্গে গোপনে আলোচনা শুরু করেছে ভারত৷ যা নিয়ে প্রশ্ন তুললেন সাবেক জম্মু ও কাশ্মীর রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)৷ তাঁর প্রশ্ন, তালিবানকে ঠিক কোন চোখে দেখে মোদি সরকার? ওদের কি জঙ্গি সংগঠন মনে করে? আগে এই প্রশ্নগুলোর উত্তর দিক সরকার৷
আফগানিস্তান ইস্যুতে ভারত কোন পথ বেছে নেবে তা স্পষ্ট করেনি দিল্লি৷ কিন্তু এর মধ্যে খবর পাওয়া যায়, তালিবানের শীর্ষস্তরের নেতা মহম্মদ আব্বাস স্তানিকজাইয়ের সঙ্গে দোহায় বৈঠক করেছেন ভারত নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত দীপক মিত্তল৷ তার পরই কেন্দ্রকে তোপ দাগেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা৷ তিনি বলেন, ‘মোদি সরকারকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই৷ তালিবানকে কি জঙ্গি সংগঠন মনে করে ভারত? আগে এটা স্পষ্ট করে জানান৷ যদি জঙ্গি সংগঠন হয় তাহলে তাদের সঙ্গে কথাবার্তা কেন বললেন? যদি জঙ্গি সংগঠন মনে না করেন তাহলে কী আপনারা রাষ্ট্রসংঘে গিয়ে তালিবানকে জঙ্গি গোষ্ঠীর তালিকা থেকে সরানোর পক্ষে সওয়াল করবেন? এগুলো আগে ঠিক করে নিন৷’
আরও পড়ুন: এশিয়ার বৃহত্তম ডিটেনশন ক্যাম্প হচ্ছে অসমের গুয়াহাটিতে
আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহার শুরু হতেই একের পর এক প্রদেশের দখল নিয়ে শুরু করে তালিবান৷ জুলাইয়ের শেষ থেকে অগস্টের শুরুর দিকে তারা হয়ে ওঠে অপ্রতিরোধ্য৷ গত ১৫ অগস্ট বিনা যুদ্ধে রাজধানী কাবুল দখল করে তালিবরা৷ তার পরই যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান থেকে যে ছবি সামনে আসতে শুরু করে তা অন্তত মর্মস্পর্শী৷ তালিবান আতঙ্কে দেশ ছাড়তে শুরু করেন আফগানরা৷ সকলেই জড়ো হন কাবুল বিমানবন্দরে৷ ভেতরে ঢুকে রানওয়েতে বিমানে ওঠার জন্য ছোটাছুটি শুরু করেন৷ ভেতরে জায়গা না পেয়ে কখনও বিমানের ইঞ্জিন কখনও ল্যান্ডিং গিয়ারে উঠে পড়েন৷ তাতে আরও বিপত্তি ঘটে৷ মাঝ আকাশ থেকে ছিটকে পড়ে মৃত্যু হয় বেশ কয়েকজন আফগানদের৷
আরও পড়ুন: করোনা মহামারিতে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, ফিরোজাবাদে মৃত্যু ৪০ শিশুর
আফগানিস্তানের এমন পরিস্থিতি নিয়ে টুইট করেছিলেন ওমর৷ লিখেছিলেন, ‘আফগানিস্তান থেকে মার্কিন সেনা চলে যাচ্ছে বলে আমেরিকার উপর আমার কোনও রাগ নেই৷ কিন্তু এভাবে দেশটাকে ফেলে চলে যেতে নাই পারত৷’