ওয়েব ডেস্ক : ঐতিহাসিক পদক্ষেপের পথে ভারত সরকার। গবেষণা ও উদ্ভাবনী প্রকল্পের জন্য অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার (central government)। কেন্দ্রীয় সরকার ANRF বা অনুসন্ধান জাতীয় গবেষণা ফাউন্ডেশন (Anusandhan National Research Foundation)-এর অধীনে একটি যুগান্তকারী প্রকল্প Research Development & Innovation বা RDI স্কিম অনুমোদন করেছে। এর জন্য এক লক্ষ কোটি টাকা খরচ করতে চলেছে সরকার। এর ফলে গবেষণা ও বিভিন্ন প্রকল্পে গতি আসবে বলে মনে করা হচ্ছে।
জানা যাচ্ছে, RDI প্রকল্পে দুই স্তর যুক্ত প্রক্রিয়া। প্রথম স্তরে ANRF এর অন্তর্গত একটি বিশেষ তহবিল Special Purpose Fund গঠন করা হবে। এই তহবিল থেকে দ্বিতীয় স্তরের বিভিন্ন তহবিল পরিচালকদের কাছে অর্থ বরাদ্দ করা হবে।
আরও পড়ুন : মধ্যবিত্তের স্বস্তি, জিএসটি নিয়ে বড় পরিকল্পনা কেন্দ্রের
এই প্রকল্পের লক্ষ্য হল ভারতে গবেষণার জন্য একটি শক্তিশালী ইকোসিস্টেম তৈরি করা, এক ছাতার তলায় আনা হবে প্রাইভেট ও পাবলিক সেক্টরগুলি, প্রযুক্তি উদ্ভাবন বিজ্ঞান ইঞ্জিনিয়ারিং ও সামাজিক বিজ্ঞানকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, ভারতের Vikshit Bharat 2047-এর লক্ষ্যকে বাস্তব রূপ দেওয়া, এর জন্য ৭০ শতাংশ ফান্ড সরকারি ও বাকি ৩০ শতাংস ফান্ড আসবে প্রাইভেট ইনভেস্টমেন্ট থেকে।
এই প্রকল্পে যে বিষয়গুলি রিসার্চ এর জন্য উঠে আসবে সেগুলি হল, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কোয়ান্টাম প্রযুক্তি, ড্রাগ ও বায়োটেকনোলজি, মহাকাশ গবেষণা, জলবায়ু ও টেকসই উন্নয়ন। আগামী দিনে ভারত সরকারের এমন পদক্ষেপ ভারতের গবেষণা ও উদ্ভাবনী ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে যা ভবিষ্যতের আত্মনির্ভর ও প্রযুক্তি নির্ভর ভারত গঠনের ভিত্তি হয়ে উঠবে। এমনটাই মনে করছেন দেশের অভিজ্ঞ মহল।
দেখুন অন্য খবর :