নয়াদিল্লি: এজলাস বদলের আবেদন জানিয়ে রাউস অ্যাভিনিউ আদালতের (Rouse Avenue) দ্বারস্থ অনুব্রত মণ্ডল (Anubrata Modal)। বিচারক রঘুবীর সিংয়ের এজলাস থেকে তাঁর মামলা সরানোর জন্য আবেদন জানালেন তিহার জেলে বন্দি তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত। তাঁর দাবি, বিচারক সিং নিরপেক্ষ নন। তাই তাঁর এজলাসে যথাযথ বিচার মিলবে না। কেষ্টর আইনজীবী সম্পৃক্তা ঘোষাল জানান, বিচারক রঘুবীর সিংয়ের এজলাসে গরুপাচার মামলার যাবতীয় শুনানি চলছে। তিনি বিভিন্ন সময়ে এমন কিছু মন্তব্য করেছেন যা সমর্থনযোগ্য নয়। এই কারণেই তাঁর মক্কেল এজলাস বদলের আবেদন জানিয়েছেন। আইনজীবী বলেন, আমরা এই এজলাসে সঠিক বিচার পাব না বলে মনে করছি। মামলার পরবর্তী শুনানি ১৯ জুলাই।
আরও পড়ুন: Panchayat Election 2023 | Murshidabad | বাম-কংগ্রেসের সঙ্গে তৃণমূলের সংঘর্ষে রণক্ষেত্র ভগবানগোলা
অনুব্রতর আবেদনের প্রেক্ষিতে সিবিআইয়ের আইনজীবীদের কোনও বক্তব্য আছে কি না জানতে চান সিবিআই আদালতের বিচারক অরুণ ভরদ্বাজ সিবিআইয়ের আইনজীবী নীতীশ রানা জানান, এর জন্য কয়েকদিন সময় লাগবে। বিচারক সিবিআইকে এর জন্য ১০ দিনের সময় দেন। কেষ্টর আইনজীবী ১০ দিনের সময়সীমায় আপত্তি জানিয়ে বলেন, এই মামলার দ্রুত শুনানির প্রয়োজন। তাই এত সময় দেওয়া ঠিক হবে না।