বালেশ্বর: বালেশ্বরের আতঙ্কের মধ্যেই ফের ওড়িশায় (Odisha) ট্রেন দুর্ঘটনা (Train Accident), লাইনচ্যুত একাধিক বগি। সোমবার সকালে ওড়িশার বারগড় জেলায় মেন্ধাপলি স্টেশনে লাইনচ্যুত হয়েছে একটি মালগাড়ির (Goods Train) পাঁচটি বগি। যাত্রীবাহী ট্রেন না হওয়ায় কোনও হতাহতের খবর মেলেনি। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে স্থানীয় পুলিশ। কী ভাবে এই মালগাড়ি লাইনচ্যুত হল তা খতিয়ে দেখা হচ্ছে।