ওয়েব ডেস্ক: তিরুপতিতে (Tirupati) শ্রী গোবিন্দরাজু স্বামী মন্দিরের কাছে অগ্নিকাণ্ড (Fire)। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। দমকলের দীর্ঘ চেষ্টার পরে নিয়ন্ত্রণে আসে আগুন। জানা গিয়েছে, দুটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
তিরুপতির বালাজি মন্দিরের থেকে পূর্ব এবং দক্ষিণ-পূর্ব দিকে অবস্থিত গোবিন্দরাজু স্বামী মন্দিরটি। এটি অন্যতম পুরনো মন্দির এবং প্রতিদিন সেখানে বহু ভক্ত আসেন। আর সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়ে ভক্তসমাগমের মধ্যে।
আরও পড়ুন : ন্যাশনাল হেরাল্ড মামলা: সোনিয়া ও রাহুলের বিরুদ্ধে বড়সড় অভিযোগ আনল ইডি
চলতি বছর ৮ জানুয়ারি অন্ধ্রপ্রদেশের তিরুপতি মন্দিরে রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছিল ভক্তদের মধ্যে। সেই দুর্ঘটনায় একাধিক ভক্তের মৃত্যু হয়। ৪০ জনের বেশি আহত হয়েছিলেন বলে খবর পাওয়া গিয়েছিল। এরপরই এবার অগ্নিকাণ্ডের ঘটনা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, দুটি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছে।
দেখুন অন্য খবর :