অন্ধ্রপ্রদেশ: অন্ধ্রপ্রদেশের এলুরুর এক রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড। কারখানার ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। গুরুতর জখম ১২ জন শ্রমিক। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রমিক পরিবারগুলির পাশে দাঁড়িয়ে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে অন্ধ্রপ্রদেশের এলুরুর এক রাসায়নিক কারখানার হঠাৎই আগুন লাগে। রাতে ওই কারখানা বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। কারখানার ভিতরেই অগ্নিদগ্ধ হন শ্রমিকরা। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। দমকলের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। গুরুতর জখম হয়েছে বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই আপাতত চিকিৎসা চলছে তাঁদের।
আরও পড়ুন: Narendra Modi: বৃহস্পতিতে প্রধানমন্ত্রী সংগ্রহালয় উদ্বোধন করবেন মোদি
দমকল সূত্রে খবর, নাইট্রিক অ্যাসিডের লিকেজের কারণেই আগুন লেগেছে বলে অনুমাণ। তবে এর পিছনে অন্য কোনও কারণ আছে কি না তা খতিয়ে দেখছে জেলা পুলিশ। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মৃতদের পরিবারের সদস্যদের জন্য ২৫ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫ লক্ষ টাকা এবং অল্প আহতদের জন্য দু’লক্ষ টাকার ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।