ওয়েব ডেস্ক: শুক্রবার থেকে দু’দিনের জন্য আন্দামান ও নিকোবরের (Andaman and Nicobar) আকাশসীমা বন্ধ (Andaman and Nicobar Airspace Closed) করা হল। এদিন ‘নোটাম’ (NOTAM) জারি করে বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, শুক্র ও শনিবার আন্দামান ও নিকোবরের উপর দিয়ে কোনও যাত্রীবাহি বিমান চলাচল করবে না। মনে হচ্ছে, বড়সড় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করতে চলেছে ভারত। মিসাইল পরীক্ষার জন্য আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী ধরনের, কত শক্তিশালী অস্ত্র পরীক্ষা হবে সে বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি।
নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, ২৩ ও ২৪ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আকাশসীমা দিয়ে বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত বিমান চলাচল পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে ওই এলাকায়। ৫০০-৫১০ কিমি দীর্ঘ এলাকা জুড়ে এই নিষেধাজ্ঞা জারি হয়েছে।আগেও একাধিকবার আন্দামান-নিকোবরের একাধিক মিসাইল পরীক্ষা করেছে সেনা। তবে গত একমাসে ভারত-পাক সংঘাতের আবহে নতুন করে মিসাইল পরীক্ষা বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহল মহল। এই নিষেধাজ্ঞায় ৯টি আন্তর্জাতিক উড়ানপথ বন্ধ থাকছে। প্রসঙ্গত, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জ ভারতের ক্ষেপণাস্ত্র পরীক্ষাস্থল। এই এলাকায় এর আগে বড় ক্ষেপনাস্ত্র পরীক্ষা করা হয়েছিল জানুয়ারিতে। ব্রহমস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ও আকাশ থেকে ছোড়া ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা এখান থেকেই হয়েছিল।
আরও পড়ুন: সামনে ৯ রাজ্যের বিধানসভা ভোট, আজ বৈঠকে নির্বাচন কমিশন
অন্য খবর দেখুন