নয়া দিল্লি: সময়ের পরিবর্তনকে সাক্ষী রেখে ভারতীয় রেল (Indian Railways) দ্রুত উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। দেশের সর্বস্তরের মানুষের চাহিদার কথা মাথায় রেখে রোজ হাজার হাজার ট্রেন নন স্টপ পরিষেবা (Non-Stop Train Service) প্রদান করে চলেছে। লোকাল, এক্সপ্রেস, মেল, সেমি হাই স্পিড ট্রেন কোনটা নেই দেশের বুকে? ভারতীয় রেলকে তাই লাইফ লাইন (Life Line) বলা একবারে যথার্থ। একইসাথে দেশের ছোট বড় রেল স্টেশনগুলিকে নতুনভাবে সাজিয়ে তুলতেও তৎপর রেল।
আগামীকাল, ২২ মে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ১০৩টি নতুন অমৃত ভারত স্টেশনের (Amrit Bharat Station) উদ্বোধন করবেন। রাজস্থানের বিকানের থেকে এই অনুষ্ঠানের সূচনা করবেন প্রধানমন্ত্রী। এই নতুন বা পুনর্গঠিত স্টেশনগুলি দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় অবস্থিত। গোটা প্রকল্পে খরচ হয়েছে প্রায় ১১০০ কোটি টাকা। উল্লেখযোগ্য, অমৃত ভারত স্কিমের (Amrit Bharat Scheme) মাধ্যমে সারা দেশে প্রায় ১৩০০টিরও বেশি স্টেশনের পুনঃনির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি স্টেশনের জন্য পৃথক রূপরেখা তৈরি করা হয়েছে এবং প্রয়োজন অনুসারে পর্যায়ক্রমে কাজ সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গের তিনটি স্টেশন কল্যাণী ঘোষপাড়া, পানাগড় ও জয়চণ্ডী পাহাড় এই তালিকায় অন্তর্ভুক্ত।
আরও পড়ুন: রাজীব গান্ধীর ৩৪ তম প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল পরিষ্কার-পরিচ্ছন্ন স্টেশন গড়ে তোলা, আরামদায়ক বিশ্রামাগার, শৌচালয়, উন্নত মানের প্ল্যাটফর্ম এবং আধুনিক প্রবেশ ও বাহির পথ গঠন। পাশাপাশি, লিফট, এসকেলেটর ও বিনামূল্যে ওয়াই-ফাইয়ের (Free Wifi) ব্যবস্থাও থাকছে। যাত্রী অভিজ্ঞতা (Passenger’s Experience) উন্নত করতে এক্সিকিউটিভ লাউঞ্জ ও ব্যবসায়িক আলোচনার জন্য নির্দিষ্ট জোন তৈরি করা হয়েছে। ‘ওয়ান স্টেশন, ওয়ান প্রোডাক্ট’ উদ্যোগের আওতায় স্থানীয় হস্তশিল্প বা পণ্য বিক্রির জন্য স্টেশনে কিয়স্ক স্থাপন করা হয়েছে।
অমৃত ভারত প্রকল্পের আওতায় স্টেশনগুলিকে শহর বা শহরতলির সঙ্গে আরও ভালোভাবে সংযুক্ত করার দিকেও বিশেষ নজর দেওয়া হয়েছে। পাশাপাশি, শারীরিকভাবে প্রতিবন্ধীদের কথা মাথায় রেখে প্রয়োজনীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হয়েছে। প্রতিটি স্টেশনে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকেও গুরুত্ব দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। যেমন- আহমেদাবাদ স্টেশনে মোদেরা সূর্য মন্দির, দ্বারকা স্টেশনে দ্বারকাধীশ মন্দির এবং ওড়িশার বালেশ্বর স্টেশনে জগন্নাথ মন্দিরের অনুপ্রেরণায় নকশা করা হয়েছে স্টেশন চত্বর।
দেখুন অন্য খবর