শ্রীনগর: বিজেপির আমলে জম্মু-কাশ্মীরে উন্নয়নের নতুন যুগের সূচনা হয়েছে। এখানকার উন্নয়ন কেউ আটকাতে পারবে না। আগে অনেক বৈষম্যের শিকার হয়েছে উপত্যকা। পরিবারতন্ত্রের জেরে এখানে কোনও উন্নয়নই হয়নি। জম্মু-কাশ্মীরের ভগবতী নগর মাঠে একটি জনসভায় এ কথা বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহারের পর এই প্রথম উপত্যকায় এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। শনিবার জম্মু কাশ্মীরে আসেন অমিত। তিনদিনের সফরের প্রথম দিনে শহীদ জওয়ানের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। পরিবারের পাশে থেকে মৃত জওয়ানের স্ত্রীকে চাকরির আশ্বাসও দেন। ঙ্গতকাল জম্মু-কাশ্মীর প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিশেষ বৈঠকও করেন।
আরও পড়ুন: লাগামছাড়া জ্বালানি, ঘোড়ার গাড়িতে গ্যাস সিলিন্ডার চাপিয়ে প্রতিবাদ তৃণমূলের
কাশ্মীর সফরে অমিত শাহ
রবিবার জম্মুতে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির একটি নতুন ক্যাম্পাসের উদ্বোধন করেন শাহ। তার পর ভগবতী নগর মাঠে একটি জনসভায় যোগ দেন অমিত। শাহ বলেন, নরেন্দ্র মোদির মন জুড়ে রয়েছে জম্মু-কাশ্মীর। বিজেপির আমলে এখানে প্রচুর উন্নয়ন হয়েছে। মোদির আমলে ইতিমধ্যেই ১২ হাজার কোটি টাকার কাজ হয়েছে।
২০২২ সালের মধ্যে জম্মু-কাশ্মীরে ৫২ হাজার কোটি টাকার কাজ করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানান অমিত। শাহর কথায়, ৩৭০ ধারা প্রত্যাহার নিয়ে অনেকেই বিরূপ মন্তব্য করেছেন। প্রত্যাহারের মাধ্যমে বাল্মীকি, পাহাড়ি, পশ্চিম পাকিস্তানের শরণার্থী সহ সকলের প্রতি ন্যায়বিচার করা হয়েছে।
আরও পড়ুন: দেশের ৬৮ কোটি মানুষ ভ্যাকসিনই পাননি, টুইটে খোঁচা ডেরেকের