ওয়েব ডেস্ক: ‘অপারেশন সিঁদুর’-এর (Operation Sindoor) সাফল্যের পর ফের একবার পাকিস্তানকে (Pakistan) কড়া বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার মহারাষ্ট্রের নানদেদে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি জানিয়ে দেন, ভারতের মা-বোনেদের সিঁদুরের দিকে কেউ হাত বাড়ালে তার মাশুল গুনতে হবে রক্তে। স্পষ্ট ভাষায় শাহ বলেন, “সিঁদুর সস্তা নয়, কেউ হাত দিলে রক্ত ঝরবে।”
এদিনের সভামঞ্চ থেকে পাকিস্তানকে সরাসরি নিশানা করে অমিত শাহ বলেন, “পাকিস্তান ভুলে গিয়েছে যে এখন দেশে কংগ্রেস নয়, নরেন্দ্র মোদির সরকার চলছে। আগে যখন ওরা উরিতে হামলা করেছিল, আমরা দিয়েছিলাম সার্জিক্যাল স্ট্রাইক। পুলওয়ামার পালটা এসেছিল এয়ার স্ট্রাইক। এবার পহেলগামে হামলার পর ভারত চালিয়েছে অপারেশন সিঁদুর। গুঁড়িয়ে দেওয়া হয়েছে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের সন্ত্রাসের আঁতুড়ঘর। শতাধিক জঙ্গির মৃত্যু হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন, আজকের ভারত গুলির জবাব দেয় গোলায়।”
আরও পড়ুন: “আধ ঘণ্টার মধ্যেই…,” ‘অপারেশন সিঁদুর’ নিয়ে বড় মন্তব্য জয়শঙ্করের
এছাড়াও ‘অপারেশন সিঁদুর’-এর নামকরণ প্রসঙ্গে শাহ বলেন, “এই অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন সিঁদুর’। এর মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দেওয়া হয়েছে— আমাদের মা-বোনদের সিঁদুরের দিকে কেউ হাত বাড়ালে আমরা রক্ত ঝরিয়ে তার জবাব দেব।”
#WATCH | Nanded, Maharashtra | Union Home Minister Amit Shah says, “After Operation Sindoor, PM Modi decided that it is the nation’s matter. So, all-party delegation of MPs will visit different countries and unravel Pakistan’s face of terrorism. Then, all-party delegations were… pic.twitter.com/oXFMKzTyNr
— ANI (@ANI) May 26, 2025
স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, ৮ মে পাকিস্তান ভারতীয় ভূখণ্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছিল, কিন্তু ভারতের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় তা আকাশেই ধ্বংস হয়ে যায়। পরদিনই ভারত পালটা জবাবে ধ্বংস করে দেয় পাকিস্তানের বেশ কয়েকটি সেনাঘাঁটি ও বিমানঘাঁটি। শাহের কথায়, “সেদিনই প্রমাণিত হয়ে গিয়েছিল পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা কতটা দুর্বল।”
দেখুন আরও খবর: