ওয়েব ডেস্ক: অপারেশন সিঁদুর সাফল্যের পর বিএসএফকে দরাজ সার্টিফিকেট দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শুক্রবার দিল্লিতে বিএসএফের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অমিত শাহ। এদিন অনুষ্ঠান থেকে শাহ বললেন, কঠিন সময়ে দেশের সুরক্ষায় অবিচল থেকেছে সীমান্তরক্ষা বাহিনী। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, গোটা দেশ সেনা ও বিএসএফ-এর সাহসিকতার উপর আস্থা রাখে।
তিনি বলেন, সীমান্তে ঢালের মতো দাঁড়িয়ে থেকে বিএসএফ প্রমাণ করেছে যে তারা বিশ্বের সেরা সীমা সুরক্ষা বল। শাহের বক্তব্য, শুধু সীমা সুরক্ষা নয়, দেশের অন্দরের বিভিন্নরকম বিপর্যয়, প্রাকৃতিক দুর্যোগ সামলাতেও ঝাঁপিয়ে পড়ে সীমান্তরক্ষা বাহিনী। তাতেই বিএসএফের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। এরপর পাকিস্তানকে তোপ দেগে বলেন, পাকিস্তানের সেনা বা বায়ুসেনার ঘাঁটিগুলোতে কোনও আঘাত আনতে চাইনি। আমাদের টার্গেট ছিল জঙ্গিঘাঁটি গুলো গুঁড়িয়ে দেওয়া। আমরা সেটাই করেছি। ৭ তারিখ পাকিস্তানে থাকা জঙ্গিঘাঁটিগুলো শেষ করা হয়েছে।’
আরও পড়ুন: পরমাণু ভয় দেখিয়ে ভারতকে দমানো যাবে না, হুঙ্কার মোদির
সন্ত্রাস নিয়ে জিরো টলারেন্স নীতি তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, “২০১৪ সালের পর উরিতে আমাদের সেনাকে নিশানা করে আক্রমণ করা হয়েছিল, আমরা ওদের মাটিতে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক করে এসেছি। পুলওয়ামা হামলার পর আমরা বালাকোট এয়ারস্ট্রাইক করেছি। এবার অপারেশন সিঁদুর আমরা পাকিস্তানে ঢুকে জঙ্গি গুঁড়িয়ে দিয়েছি। কেন্দ্রের বিজেপি সরকারই পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পারে। পাকিস্তান যে সন্ত্রাসের মদতদাতা তা আগেই প্রমাণ দিয়েছে ভারত। এদিন অমিত শাহ এই প্রসঙ্গে বলেন, বিশ্ববাসী বুঝে গিয়েছে ,সন্ত্রাস মানেই পাক মদত। আর অপারেশন সিঁদুর সন্ত্রাসকে শেষ করতে নেওয়া অন্যান্য উদ্যোগগুলির থেকে সবচেয়ে সঠিক ও অভেদ্য। যার প্রশংসা শুধু ভারতীয়রাই নয়, করেছে গোটা বিশ্ব।’
অন্য খবর দেখুন
https://youtu.be/ORl7pieRE5U?si=MM0vQXe-4Jkza8gN