যোগী রাজ্যে বাতিল করা হল কানওয়ার যাত্রা। করোনা পরিস্থিতি যেভাবে জটিল হচ্ছে সেই কথা মাথায় রেখেই কানওয়ার সঙ্ঘের কাছে আর্জি জানিয়েছিল উত্তরপ্রদেশ সরকার। যোগী প্রশাসনের সেই আবেদন মেনে নিল কানোয়ার সঙ্ঘ। শনিবার এমনটাই জানানো হয় উত্তর প্রদেশ সরকারের তরফে। যদিও করোনা পরিস্থিতিতে কোনোভাবেই উত্তরপ্রদেশ সরকার এই কানওয়ার যাত্রাকে যেন অনুমতি না দেয়। শুক্রবার যোগী প্রশাসনকে এমনটাই জানিয়েছে সুপ্রিম কোর্ট। অন্যদিকে এই যাত্রা যদি হয় তা সম্পূর্ণ কোভিড বিধি মেনেই এবং সঙ্ঘের অনুমতি নিয়েই হবে বলে সর্বোচ্চ আদালতকে প্রত্যুত্তরে জানিয়েছিল যোগী প্রশাসন।
আরও পড়ুন: করোনা সতর্কতা অবলম্বনে প্রশাসনিক বৈঠক জলপাইগুড়ি পুরসভার
শুক্রবার বিচারপতি আর.এফ.নারিমান এবং বিচারপতি বি.আর.গাভাইয়ের বেঞ্চ আগামী সোমবার পর্যন্ত কানওয়ার যাত্রা পুনর্বিবেচনার বিষয় সময়সীমা দিয়েছিল যোগী প্রশাসনকে। কিন্তু তার আগেই শনিবার কানোয়ার যাত্রা বাতিল বলে ঘোষণা করে উত্তরপ্রদেশ সরকার।
Kanwar Yatra has been cancelled in Uttar Pradesh, in view of COVID19: UP Government pic.twitter.com/X25JpZbdiL
— ANI UP (@ANINewsUP) July 17, 2021
উল্লেখ্য, সম্প্রতি এবারের কানওয়ার যাত্রা বাতিল ঘোষণা করেছে প্রতিবেশি রাজ্য উত্তরাখণ্ডও। গতবছর উত্তরপ্রদেশের সঙ্গে উত্তরাখণ্ডের যৌথভাবে কানওয়ার যাত্রা আয়োজনের কথা ছিল। কিন্তু করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী হতেই তা বাতিল ঘোষণা করেছিল দুটি রাজ্যই।
আরও পড়ুন: ভোরের কলকাতায় বাড়ানো হোক নিরাপত্তা, সমস্ত থানাকে নির্দেশ সিপির
কানওয়ার যাত্রা একটি ঐতিহ্যশালী রীতি। যেখানে দলে দলে সন্ন্যাসীরা পায়ে হেঁটে হরিদ্বারে যান। সেখান থেকে গঙ্গাজল তুলে আনেন। কিন্তু করোনা পরিস্থিতির কথা বিবেচনা করেই এবারও এই প্রথা থেকে বিরত থাকলেন সন্ন্যাসীরা।