ওয়েব ডেস্ক: বিজেপি শাসিত রাজ্যে (BJP Ruled States) একদিকে যখন উন্নয়ন (Development) নিয়ে গলা ফাটায় শাসকদল, তখন উন্নয়নের (Development) একবারে উল্টো ছবি এল জনসম্মুখে। কাদামাখা এবড়ো-খেবড়ো রাস্তা (Muddy Road)। সেই রাস্তার উপর দিয়েই চলছে অ্যাম্বুলেন্স (Ambulance)। চাকা গড়াতে না গড়াতেই থামতে হল অ্যাম্বুলেন্সকে (Ambulance)। বেহাল রাস্তায় ভরসা হল বাঁশের ঝোলা (Bamboo Hammock)! প্রসব যন্ত্রণায় (Pregnency Pain) ছটফট করতে থাকা মহিলাকে একরকম বাধ্য হয়েই বাঁশের ঝোলায় (Bamboo Hammock) করে ১০ কিমি পায়ে হেঁটে হাসপাতালে নিয়ে যেতে গেল পরিবার। ঘটনা ওড়িশার (Odisha) ভোজগুড়া গ্রাম এলাকায়।
জানা গিয়েছে, ওই প্রসূতির নাম সুনাই। রবিবার বিকেলে তাঁর পরিবার তাঁকে বাঁশের ঝোলা করে হাসপাতালে (Hospital) নিয়ে যান। পরিবার সূত্রে খবর, ছুটির দিন রবিবার দুপুর থেকেই অসহ্য প্রসব যন্ত্রণা (Pregnency Pain) শুরু হয় সুনাইয়ের। যোগাযোগ করা হয় অ্যাম্বুলেন্সে (Ambulance)। হাসপাতাল পৌঁছনোর আগেই থমকে যায় গাড়ির চাকা। কাদায় আটকে যায় চাকা।
আরও পড়ুন: বিহারে সরকারি চাকরিতে ৩৫ শতাংশ সংরক্ষণ পাবে মহিলা প্রার্থীরা
প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার আর কোনও উপায় না পেয়ে পরিবারের লোকজন একটি বাঁশের মধ্যে চেয়ার বাঁধতে শুরু করে। সেই ঝোলায় মহিলাকে বসিয়েই ১০ কিলোমিটার (10 KM) রাস্তা হেঁটে হাসপাতালে পৌঁছয় তাঁর পরিবার। তবে জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় ওই মহিলার কোল আলো করে আসে এক পুত্র সন্তান। এই ঘটনা আরও একবার স্পষ্ট করে দিচ্ছে যে ওড়িশায় উন্নত পরিষেবার আলো এখনও পৌঁছয়নি স্বাস্থ্য ক্ষেত্রে। এখনও সাধারণ মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা (Health Service) দিতে ব্যর্থ প্রশাসন। এই ঘটনায় ফের একবার বিরোধীদের কটাক্ষের মুখে পড়েছে বিজেপি সরকার (BJP Government)।
দেখুন অন্য খবর