নয়াদিল্লি: রাহুল গান্ধীর (Rahul Gandhi) নাগরিকত্ব বিতর্কে কেন্দ্রীয় সরকারকে ১৯ ডিসেম্বরের মধ্যে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court)। রাহুল গান্ধী আদৌ ভারতীয় নাগরিক কি না তা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়। একইসঙ্গে এই বিতর্কের অবসানে সিবিআই তদন্তেরও দাবি করা হয়। সেই সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রককে এই প্রসঙ্গে সিদ্ধান্ত নিতে নির্দেশ দিলেন বিচারপতি আত্তাউ রহমান মাসুদি ও বিচারপতি সুভাষ বিদ্যার্থী।
মামলাকারীর দাবি, রাহুল গান্ধী আদতে ব্রিটিশ নাগরিক। এই দাবিসহ তথ্য সম্বলিত স্মারকলিপি তিনি কেন্দ্রীয় সরকারকে পাঠিয়েছেন এবং সরকার পক্ষ তা পেয়েছে। মামলাকারীর আরও দাবি, রাহুলের নাগরিকত্ব বিতর্কের পরিপ্রেক্ষিতে গ্রেট ব্রিটেন (Great Britain) সরকারের তথ্য চাওয়া হয়েছিল। সেখান থেকে যে ইঙ্গিতপূর্ণ জবাব পাওয়া গিয়েছে, তাতে মনে করার যথেষ্ট কারণ আছে যে, রাহুল গ্রেট ব্রিটেনের নাগরিক।
আরও পড়ুন: বিমানে যা হয়েছিল, তিক্ত অভিজ্ঞতার কথা শোনালেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি
ব্রিটেনের ডেটা প্রোটেকশন আইন অনুযায়ী কোনও ব্যক্তি সম্পর্কে সমস্ত তথ্য প্রকাশ্যে আনা হয় না। যে কারণে রাহুল সম্পর্কিত যাবতীয় তথ্য মামলাকারী ব্রিটিশ সরকারের কাছ থেকে পাননি। আর সেই কারণেই তিনি সিবিআই তদন্ত চান। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অন্তত দুবার স্মারকলিপি পাঠিয়েও জবাব না পাওয়ায় তিনি এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ।
প্রসঙ্গত, লোকসভার বিরোধী দলনেতার নাগরিকত্ব সম্পর্কে দিল্লি হাইকোর্টে বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী একই রকম একটি আবেদন করেছেন। কিন্তু এলাহাবাদ হাইকোর্টের চলা এই মামলাটির পরিণতি দেখে দিল্লি হাইকোর্ট সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে।
দেখুন অন্য খবর:
The post রাহুলের নাগরিকত্ব বিতর্কে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের first appeared on KolkataTV.
The post রাহুলের নাগরিকত্ব বিতর্কে কেন্দ্রকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের appeared first on KolkataTV.