ওয়েরডেস্ক- আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে (Aligarh Muslim University) প্রথম মহিলা উপাচার্য (woman VC) নিয়োগ চ্যালেঞ্জ করে হওয়া মামলা খারিজ করে দিল এলাহাবাদ হাইকোর্ট (Allahabad High Court) ।
শতাধিক বছরের পুরনো এই বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোনও মহিলা কখনও উপাচার্য হননি। উচ্চশিক্ষার জন্য নির্ধারিত কোন প্রথম সারির শিক্ষাপ্রতিষ্ঠানে মহিলা উপাচার্য নিয়োগ এই বার্তা দেয় যে, সাংবিধানিক লক্ষ্য অনুযায়ী মহিলা সমাজে উন্নয়ন হচ্ছে, সেই লক্ষ্য পূরণ হচ্ছে। সুপারিশ অনুযায়ী প্রফেসর নাইমা খাতুনের (Naima Khatun) নিয়োগ চ্যালেঞ্জ করে হওয়া মামলাগুলি খারিজ করে অভিমত বিচারপতি অশ্বিনী কুমার মিশ্র ও বিচারপতি দোনাদি রমেশের।
প্রফেসর নইমা খাতুনের স্বামী বিদায়ী উপাচার্য হিসাবে এক্সিকিউটিভ কাউন্সিল এবং ইউনিভার্সিটি কোর্টের সভাপতি ছিলেন। সেখান থেকে পরবর্তী উপাচার্য হিসেবে যাদের নাম সুপারিশ করা হয়, তার মধ্যে প্রফেসর নাইমা খাতুনের নাম ছিল অভিযোগে মামলা। এই অভিযোগকে মান্যতা দিতে হলে আগামী দিনে কোন স্বামী বা স্ত্রী বা পারিবারিক ঘনিষ্ঠ কারুর পক্ষেই কোন গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে বা সভাপতিত্ব করতে পারবেন না। অভিমত আদালতের।
আরও পড়ুন-৩২টি দেশে ঘুরবে ভারতের ৫৯ জনের প্রতিনিধি দল!
প্রসঙ্গত, তেত্রিশ জন আবেদনকারীর মধ্য থেকে এক্সিকিউটিভ কাউন্সিল কুড়ি জনকে বাছাই করে। কাউন্সিলের সদস্যদের মধ্যে গোপন ব্যালটে ভোট হয়। সেখানে প্রফেসর নইমা খাতুন ছিলেন দ্বিতীয় স্থানে। আরও কিছু পদ্ধতির পর তিনটি নাম ভিজিটরের কাছে পাঠানো হয়। যিনি চূড়ান্ত নির্বাচন করেছেন।
উল্লেখ্য, নিজে এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হলেও প্রফেসর নাইমা খাতুন ভোটাভুটিতে অংশ নেননি।
প্রসঙ্গত, নাইমা খাতুনের নিয়োগ প্র্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে রিট পিটিশন দাখিল করেন অধ্যাপক মুজাহিদ বেগ।
তার এই রিটের রায়ে হাইকোর্ট বলেছেন, অধ্যাপক নাইমা খাতুনের স্বামী অধ্যাপক মোহাম্মদ গুলরেজ ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে নির্বাহী পরিষদ এবং বিশ্ববিদ্যালয় আদালতের সভা পরিচালনা করেছেন। কিন্তু নাইমার নিয়োগে তার স্বামীর ভূমিকা সীমিত, যা ভোটাভুটিকে ক্ষতিগ্রস্ত করেনি।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থী ছিলেন নাইমা খাতুন। এই বিশ্ববিদ্যালয় থেকেই সাইকোলজিতে পিএইচডি সম্পূর্ণ করেন। ১৯৮৮ সালে সেই বিভাগেই লেকচারার হিসেবে যোগ দেন। ২০০৬ সালে অধ্যাপক হন। ২০১৪ সালে ওমেন্স কলেকজের অধ্যক্ষ হিসেবে যোগ দেন তিনি।
দেখুন আরও খবর-