ওয়েবডেস্ক- সম্ভল মসজিদ জরিপ বিরোধী মামলা (Sambhal Mosque Survey) খারিজ এলাহাবাদ হাইকোর্টে (Allahabad High Court) । মসজিদ চত্বর সমীক্ষার জন্য অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করে নিম্ন আদালত। সেই নির্দেশ হাইকোর্টে চ্যালেঞ্জ শাহী জামা মসজিদ কমিটি (Shahi Jama Masjid Committee) , সম্ভলের।
হিন্দু মন্দির ধ্বংস করে মুঘল জমানায় মসজিদ নির্মিত। এমন দাবি নিয়ে আইনজীবী হরিশঙ্কর জৈন ও আরও সাত জনের মসজিদ জরিপের আবেদন।
১৯৯১ সালে তৈরি প্লেসেস অফ ওয়রশিপ (স্পেশাল প্রভিশন) আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হওয়া মামলা সূত্রে দেশের কোনও সৌধের ধর্মীয় চরিত্র বদলের জন্য কার্যকর কোনও নির্দেশ বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিত আছে।
এই প্রেক্ষাপটে ওই মসজিদের ম্যানেজিং কমিটি মসজিদ জরিপের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে।
আরও পড়ুন- উদ্বাস্তুদের আশ্রয়দান অসম্ভব, ভারত ধর্মশালা নয়: সুপ্রিম কোর্ট
হাইকোর্টে ভারতীয় পুরাতত্ত্ব সর্বক্ষণ দফতর আদালতকে জানায়, ওই সৌধটি কেন্দ্রীয়ভাবে সংরক্ষিত। ফলে ওই সৌধকে সাধারণের ধর্মাচরণের জায়গা হিসেবে দাবি করা যায় না। কারণ ১৯৯৮ সালের এনসেন্ট মনুমেন্টস এন্ড আর্কিওলজিক্যাল সাইটস এন্ড রিমেইন্স আইন এমন সৌধের ক্ষেত্রে প্রযোজ্য।
ওই আইন অনুযায়ী কেন্দ্রীয় সরকার এমন সৌধ সংরক্ষণের স্বার্থে যেকোনও বেআইনি মালিকানার দাবি নস্যাৎ করতে পারে।
এমন সওয়াল সূত্রে ৩ মে মামলাটির শুনানি শেষ হলেও রায়দান মলতুবি ছিল। এদিনের রায়ে মসজিদ কমিটির দাবি খারিজ।
উল্লেখ্য, উত্তর প্রদেশের সম্ভল জেলার শাহী জামা মসজিদ নিয়ে একটি জরিপ সংক্রান্ত মামলা ছিল, যেখানে অভিযোগ করা হয়েছিল যে এটি একটি হিন্দু মন্দির ভেঙে তৈরি করা হয়েছে। এই দাবিকে কেন্দ্র করে সহিংসতাও দেখা গিয়েছিল।
দেখুন আরও খবর-