লখনউ: রাজনৈতিক পরিবারে জন্ম নিয়ে রাজনীতির ময়দানে নেমে গিয়েছেন। মুখ্যমন্ত্রীও হয়েছেন। কিন্তু অঙ্ক শিখে উঠতে পারেননি। গুণতেও পারেন না সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব। এমনই দাবি করলেন তাঁর উত্তরসূরি তথা উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
দেশের সবথেকে বড় রাজ্যের ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি এবং যোগী। যদিও গত তিন দশকের ইতিহাস বলছে ওই রাজ্যে কোনও রাজনৈতিক দল পর পর দুই দফায় ক্ষমতা দখল করেনি উত্তরপ্রদেশে। যা নিয়ে যোগী বলেছেন, “আমি সব রেকর্ড ভেঙে দেব। ৩৫০টির বেশি আসন নিয়ে ফের উত্তরপ্রদেশের ক্ষমতা দখল করবে বিজেপি।”
আরও পড়ুন- দেশের মানুষের করের টাকা ‘জলে’! এয়ারপোর্ট বেসরকারিকরণের আগেই কেন্দ্রের খরচ সাড়ে ১৪ হাজার কোটি
অন্যদিকে, লোকসভা নির্বাচনের আগে উত্তরপ্রদেশে বিজেপিকে বড় ধাক্কা দিতে মরিয়া বিরোধীরা। ৪০০-র বেশি আসন নিয়ে ক্ষমতা দখলের দাবি করেছে সমজবাদী পার্টি। যা শোনা গিয়েছে সপা সুপ্রিমো অখিলেশ যাদবের মুখে। এই বিষয়ে যোগী আদিত্যনাথ বলেছেন, “অখিলেশ যাদব অঙ্ক জানেন না। তিনি গুণতেও পারেন না। তাঁর দলের সমীক্ষা চালানো দলকে জানিয়ে দেওয়া উচিত যে ৪০০ আসনে সপা প্রার্থীরা।” সেই সঙ্গে তিনি আরও বলেছেন, “অখিলেশ খুব ভাল করেই জানেন যে কে বা কারা ক্ষমতায় আসতে চলেছেন।”
আরও পড়ুন- ক্রস ভোটিংয়ের আশঙ্কায় রাজ্যসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রার্থী দিতে ভয় পাচ্ছে বিজেপি
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে এই মন্তব্য করেছেন যোগী আদিত্যনাথ। রাহুল গান্ধি প্রসঙ্গ তিনি বলেছেন, “উনি এখন কেরলের সাংসদ। রাহুল গান্ধি কেরলে গিয়ে উত্তরপ্রদেশের বদনাম করেন। আর বিদেশে গিয়ে দেশের নিন্দা করেন।”
অখিলেশ-যোগী-আসাদুদ্দিন
আগামী বছর উত্তরপ্রদেশের নির্বাচনে লড়াই করার কথা ঘোষণা করেছেন মিম প্রধান তথা হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। ১০০ আসনে প্রার্থী দেওয়ার কথাও ঘোষণা করেছেন তিনি। এই বিষয়ে যোগী বলেছেন, “আসাদুদ্দিন ওয়াইসি ভাগ্যনগর(হায়দরাবাদ) থেকে উত্তরপ্রদেশে আসবেন। এবং এখানে তাঁকে তাঁর ভাগ্য পরীক্ষা করার সুযোগ দেওয়া হবে।”