গুজরাত: বৃহস্পতিবার বরোদার ভারতীয় রেলের (Indian Rail) গতিশক্তি বিশ্ববিদ্য়ালয়ের (Gati Shakti Vishwavidyalaya) সঙ্গে একটি চুক্তি সাক্ষর করল অসামরিক বিমান উৎপাদক সংস্থা এয়ারবাস। ভারতীয় বিমান চলাচলকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এই চুক্তি সাক্ষর করা হয়েছে বলে খবর। এর ফলে আগামিদিনে শিক্ষার্থীদের জন্য যথেষ্ট কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছে উভয়পক্ষই।
রেল মন্ত্রক মতে, এয়ারবাসের ভারতীয় এই কর্মসূচির জন্য মাধ্যমে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীকে যুক্ত করার জন্য প্রস্তুত রয়েছে। গতকাল রেল ভবনে অনুষ্ঠিত হয় এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানটি। এয়ারবাস ভারত এবং দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক এবং গতিশক্তির উপাচার্য তথা অধ্যাপক মনোজ চৌধুরী আনুষ্ঠানিকভাবে অংশীদারিত্বে সিলমোহর দেন। গতি শক্তি বিশ্ববিদ্যালয় (GSV) বরোদা ২০২২ সালে সংসদের একটি আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল।
আরও পড়ুন: ভাগীরথী দুগ্ধ সমবায়ে অশান্তি, অধীরকে আটকে দিল প্রশাসন
এয়ারবাস এবং টাটার সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী গুজরাতের বরোদায় একটি অত্যাধুনিক C295 অসামরিক বিমান স্থাপনের ভিত্তিতে এই চুক্তিটি নিয়ে আশা হয়। এই যৌথ প্রয়াস মহাকাশ সেক্টরের মধ্যে উদ্ভাবন, নকশা, উৎপাদন এবং উন্নয়ন চালনা করার জন্য তাদের ভাগ করা অঙ্গীকারকে আন্ডারস্কোর করে।