কলকাতা : আকাশে বিমান। সেই অবস্থায় হৃদরোগে আক্রান্ত হল পাইলটের। যার ফলে বিমানের জরুরি অবতরণ করালেন সহকারি পাইলট।
শুক্রবার ওমানের রাজধানী মাস্কাট থেকে ঢাকা যাচ্ছিল বিমানটি। কিন্তু কলকাতার আকাশসীমায় প্রবেশের পর বিমানের পাইলটের হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। ফলে নাগপুরে বিমানের জরুরি অবতরণ করান সহকারি পাইলট।
বিমানের যাত্রীরা সুরক্ষিত আছে। পাইলটকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। পাইলটের হৃদরোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া মাত্র কলকাতা এটিসি বিমানের জরুরি অবতরণের জন্য সব রকম ব্যবস্থা করে ফেলে। যদিও সহকারী পাইলট নাগপুরে বিমানের জরুরি অবতরণ করান।