ওয়েবডেস্ক- সংঘর্ষ বিরতির (Ceasefire violation Pakistan ) ঘোষণার মাত্র তিন ঘণ্টার মধ্যে পাকিস্তান (Pakistan) তার রঙ দেখাতে শুরু করে দিল। সংঘর্ষ বিরতিকে লঙ্ঘন করে ফের গোলাবর্ষণ পাকিস্তানের। জম্মু কাশ্মীর (Jammu kashmir) পুরো অন্ধকার, ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে। ডাল লেকের (Dal lake) আলো নিভিয়ে দেওয়া হয়েছে। রাস্তাঘাটে গাড়ির আলো জ্বললেও সেগুলিকে নিভিয়ে দিতে বলা হচ্ছে। অতি সক্রিয় বায়ু সেনা। সম্পূর্ণ ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে পঞ্জাবের ফিরোজপুরও। বৈষ্ণদেবীতে পাক ড্রোন দেখা গেছে।
রাত ৮.১৫ থেকে জম্মুতে ফের পাকিস্তানের হামলা। সংঘর্ষ বিরতিকে ভেঙে দিয়ে লাগাতার গুলি-মর্টার বর্ষণ পাক সেনা। আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে পাক সেনার গুলি বর্ষণ। পালটা জবাব দিচ্ছে ভারত। অতি সক্রিয় বায়ুসেনা (Indian Air Force)।
শনিবার রাত ৮ টার পর থেকেই বিভিন্ন জায়গায় গোলাগুলির আওয়াজ শোনা গেছে। ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ (Chief Minister Omar Abdullah)। ওমর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘যুদ্ধবিরতির কী হল? গোটা শ্রীনগরে বিস্ফোরণের শব্দ পাচ্ছি।’
দেখুন ভিডিও-