কর্নাটক: ফের হিজাব বিতর্ক কর্নাটকে(Karnataka Hijab Row)। হিজাব পরে আসায় পরীক্ষায় বসতে দেওয়া হল না এক কলেজ পড়ুয়াকে। সোমবার কর্নাটকের হুব্বাল্লির একটি কলেজ শান্তিনিকেতনে হিজাব(Hubballi Karnataka Hija Row) পরে আসায় ওই ছাত্রীকে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় বিতর্ক ছড়াল কর্নাটকে।
এদিন হুব্বালির ওই কলেজে পরীক্ষা চলছিল। সেই সময় কলেজেরই এক ছাত্রী হিজাব পরে ঢুকতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়। সূত্রের খবর, কলেজ কর্তৃপক্ষ ছাত্রীটিকে হিজাব খুলে আসতে বলে। এরপর ওই পড়ুয়া বাড়ি ফিরে যান। পরে তিনি হিজাব ছেড়ে কলেজে আসেন। এবার অবশ্য ছাত্রীটিকে পরীক্ষায় বসতে দেওয়া হয়।
গত কয়েক মাস ধরেই কর্নাটকে হিজাব পরা নিয়ে তুমুল বিতর্ক চলছে। রাজ্যে তা নিয়ে বেশ কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। এক কলেজের ছজন ছাত্রীকে হিজাব পরতে বারণ করা ঘিরে ওই বিতর্কের সূত্রপাত। জল গড়ায় আদালত পর্যন্ত। কর্নাটক হাইকোর্ট সম্প্রতি রায়ে জানায়, ইসলাম ধর্মাচরণে হিজাব পরা আবশ্যক নয়। কর্নাটক রাজ্য সরকারের তরফে স্কুল, কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় পোশাকের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগেই। এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড(All India Muslim Personnel Law Board)।