ওয়েবডেস্ক- মার্কিন যুক্তরাষ্ট্রে (America) গ্রেফতার হওয়া চিহ্নিত খালিস্তানি জঙ্গি হ্যাপি পাসিয়াকে (Khalistani militant Happy Passia) খুব শীঘ্রই ভারতে (India) প্রত্যার্পণ (Extradition Agreement) করা হচ্ছে। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সূত্র জানিয়েছে, বর্তমানে আমেরিকার হেফাজতে থাকা পাসিয়াকে বিশেষ নিরাপত্তার মধ্যে দিল্লি বিমানবন্দরে আনা হবে। এই বছর ১৭ এপ্রিল ক্যালিফোর্নিয়ার (California) স্যাক্রামেন্টো শহরে মার্কিন ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (ICE)-এর তরফে তাকে গ্রেফতার করা হয়।
এনআইএ ইতিমধ্যেই তাকে পঞ্জাবে (Punjab) একাধিক জঙ্গি হামলার মূল চক্রী হিসেবে ‘ওয়ান্টেড’ (Most Wanted) ঘোষণা করেছে। প্রত্যার্পণের পর পাকিস্তানের (Pakistan) আইএসআই (ISI) এবং খালিস্তানি জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে তার সংযোগ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে বলে আশা গোয়েন্দাদের।
সরকারিভাবে এখনও স্পষ্টভাবে কিছু না জানানো হলেও, সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সি সূত্রে এই প্রত্যর্পণের খবর নিশ্চিত করা হয়েছে। ইতিমধ্যেই মার্কিন আদালতে এই সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব কিছু ঠিক ঠাক থাকলে শীঘ্রই নিরাপত্তার বেষ্টনীতে আমেরিকা পাসিয়াকে নিয়ে দিল্লি বিমানবন্দরে নামবে বিমান।
সম্প্রতি, ২৬/১১ হামলার (26/11) কুখ্যাত জঙ্গি তাহাউর রানাকে দীর্ঘ প্রক্রিয়ার পর প্রত্যর্পণ চুক্তিতে ভারতের ফেরানো হয়েছে। তার বিচার পর্ব চলছে। এর পর হ্যাপি পাসিয়ার প্রত্যর্পণ ভারতের জন্য সাফল্য বলে ধরা যেতে পারে।
কে এই হ্যাপি পাসিয়া (Khalistani militant Happy Passia)
হরপ্রীত সিং ওরফে হ্যাপি পাসিয়া পঞ্জাবের বাসিন্দা। পাসিয়ার গ্যাংস্টার জগতে প্রবেশ জগ্গু ভগবানপুরিয়া, তাঁর সহযোগী আমেরিকায় থাকা দরমান কাহলান ও অমৃত বলের হাত ধরে। ২০১৮ সাল থেকে খালিস্তানি সংগঠনের সঙ্গে জড়িয়ে পড়ে। ওই বছর দুবাই, ২০২০ সালে লন্ডন হয়ে আমেরিকা যায় পাসিয়া। ২০২৩ সাল থেকে পঞ্জাবে ব্যাপক তোলাবাজি ও সন্ত্রাসবাদী কার্যকলাপ শুরু করে। একই সঙ্গে চালাতে থাকে মাদকের ব্যবসা। একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে বাটলা ও অমৃতসরের মদের দোকানে আগুন, একাধিক গুলিকাণ্ডে নাম রয়েছে এই কুখ্যাত জঙ্গির।
পঞ্জাবের ত্রাস বলা যায় তাকে। ২০২৪ সালের সেপ্টেম্বরের পর পঞ্জাবের বেশিরভাগ সন্ত্রাসবাদী কার্যকলাপে একদম সরাসরি যোগ রয়েছে তার। এই সময় পাক জঙ্গি হরবিন্দর রিন্ডার সংস্পর্শে এসে আইএসআইয়ের এজেন্ট হয়ে ওঠে পাসিয়া। তার নির্দেশেই পঞ্জাবে সক্রিয় হয়ে ওঠে একের পর সন্ত্রাসী মডিউল। আমেরিকা থেকেই চলত সব কিছু জঙ্গি কার্যকলাপ। সম্প্রতি আমেরিকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এবার তাকে ভারতে ফিরিয়ে দিচ্ছে আমেরিকা।
দেখুন আরও খবর-