ইটানগর: পুলিশের (police) চাকরি মানেই খুব কঠিন পরিশ্রম। নির্দিষ্ট বাধা ধরা নিয়ম মেনে এই কাজ চলে না। তবে ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সমানভাবে কাজ করে যান মহিলাকর্মীরা। কিন্তু শারীরিক নিয়মে প্রতি মাসে মেয়েদের ঋতুকালীন সমস্যাগুলি (Menstrual problems) হয়ে থাকে।
কিন্তু এই অবস্থাতেও তাঁরা নিজেদের কর্তব্যে অবিচল থেকে কাজ করে যান। এবার মহিলাপুলিশ কর্মীদের ওই বিশেষ দিনে একটু স্বস্তি দিতে বিশেষ ব্যবস্থা করল অরুণাচল প্রদেশের ইটানগর ক্যাপিটাল রিজিয়ন পুলিশ (Itanagar Capital Region Police, Arunachal Pradesh)। ঘোষণা মতো এবার থেকে মহিলা পুলিশকর্মীরা একদিন করে ঋতুকালীন ছুটি পাবেন।
আরও পড়ুন:আপের মহেশ খিঞ্চি দিল্লির নতুন মেয়র
বুধবার একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন এসপি (ক্যাপিটাল) রোহিত রাজবীর সিংহ। সেই নির্দেশিকা অনুযায়ী, ঋতুচক্রের প্রথম বা দ্বিতীয় দিনে ছুটি নিতে পারবেন মহিলা পুলিশ কর্মীরা। নতুন নীতি মেনে সেই ছুটি সবেতন হবে। অর্থাৎ, যে দিন কোনও মহিলা ঋতুচক্রের জন্য ছুটি নেবেন, সে দিন তাঁদের ‘অন ডিউটি’ দেখানো হবে। তবে এই বিশেষ কারণে মাসে এক দিনের বেশি ছুটি নেওয়া যাবে না।
মহিলাদের স্বাস্থ্যের কথা ভেবেই পুলিশ প্রশাসন এই বিশেষ উদ্যোগ নিয়েছে। প্রশাসনের আশা, এই সময় মেয়েরা একটু বিশ্রাম পেলে ফের মানসিকভাবে খুশিতে থাকবে। নতুন উদ্যোমে কাজ শুরু করতে পারবে। গত অক্টোবরে ওড়িশা সরকার রাজ্যের সরকারি এবং বেসরকারি মহিলা কর্মীদের জন্য মাসে এক দিন করে ঋতুকালীন ছুটি ঘোষণা করেছে। সেই ছুটিও ছিল সবেতন। পরের মাস, অর্থাৎ নভেম্বর থেকে সেই নির্দেশ কার্যকর হয়েছে।
দেখুন:
The post ওড়িশার পর অরুণাচল, ঋতুকালীন সময়ে মহিলা পুলিশকর্মীরা পাবে একদিন সবেতন ছুটি first appeared on KolkataTV.
The post ওড়িশার পর অরুণাচল, ঋতুকালীন সময়ে মহিলা পুলিশকর্মীরা পাবে একদিন সবেতন ছুটি appeared first on KolkataTV.