চণ্ডীগড়: বৃহস্পতিবার বিকালে মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত তিনজন মন্ত্রী। তারপরও পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের অনুগতরা এদিন সন্ধ্যায় শক্তির প্রদর্শনী করলেন। দলীয় নেতারা জানিয়েছেন, মুখ্যমন্ত্রীর একজন পরিচিত অনুগত ক্যাবিনেট মন্ত্রী রানা গুরমিত সোধির বাড়িতে নৈশভোজ সভায় ৫০ জনের বেশি বিধায়ক এবং ৮ জন সাংসদ অংশ নিচ্ছেন। চন্দ্রজিৎ সিং চন্নিকে বাদ দিয়ে, বুধবার রাজ্য ইনচার্জ হরিশ রাওয়াতের সঙ্গে দেখা হওয়া তিন বিদ্রোহী মন্ত্রিপরিষদ মন্ত্রীদের মধ্যে কেউই ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে যোগ দেননি।
সূত্রের খবর, ওই বিদ্রোহী মন্ত্রীরা এদিন সকালেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ত্রিপত রাজিন্দর বাজওয়া, সুখজিন্দর সিং রন্ধাওয়া এবং সুখবিন্দর সিং সরকারিয়া ছিলেন বিদ্রোহী নেতাদের মধ্যে। যারা অমরিন্দর সিংকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবিতে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছিলেন।
আরও পড়ুন-কংগ্রেস আমাকে ধর্ষণের চেষ্টা করছে: বিজেপি মন্ত্রী
বিদ্রোহীরা আগামী বছরের বিধানসভা নির্বাচনে দলের জয় নিশ্চিত করতে মুখ্যমন্ত্রী অপসারণ প্রয়োজনীয় বলে দাবি জানিয়ে আসছিল। তাঁদের দাবি, অমরিন্দর সিংয়ের সরকার গত রাজ্য নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। যা জনগণকে ব্যাপকভাবে বিচলিত করেছে।
আরও পড়ুন-বিমানবন্দরে বিস্ফোরণে মার্কিনিদের মৃত্যু, দাবি তালিবানের
যদিও তারা স্পষ্ট করে দিয়েছিল যে, অমরিন্দর সিংকে আগামী বছরের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সরানো হবে না। কিন্তু আপোষের সূত্রটি মুখ্যমন্ত্রীর প্রধান প্রতিদ্বন্দ্বী নবজোত সিধুকে দলের রাজ্য ইউনিটের প্রধান করার পিছনেও জড়িত রয়েছেন।