ওয়েব ডেস্ক: চলন্ত ট্রেনে (Train) এক মহিলাকে গণধর্ষণের (Gang Rape) পর প্রমাণ লোপাট করতে ফেলে দেওয়া হল ট্রেন থেকে। এরপর পায়ের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় কাটা পড়ল একটা পা। বর্তমানে তিনি রোহতকের পিজি আইএমএস হাসপাতালে (IMS Hospital) চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এবার নারকীয় ঘটনার সাক্ষী হরিয়ানা (Hariyana)। শিউরে ওঠার মত ঘটনা। সূত্রের খবর, হরিয়ানার পানিপথের (Panipath) কাছাকাছি চলন্ত ট্রেনে ৩-৪ জন যুবক এক মহিলাকে ধর্ষণ করে। এরপর তাঁকে ট্রেন থেকে ফেলে দেওয়া হয় বলে অভিযোগ। পাশের লাইনে ফেলে দেয় তাঁকে এমনই অভিযোগ করেন নির্যাতিতা মহিলা। সেই সময় একটি ট্রেন চলে আসায়, তাঁর পায়ের উপর দিয়ে চলে যায় ট্রেনটি।
আরও পড়ুন: ‘এক দেশ এক ভোটে’র প্রস্তাবকে সমর্থন তিন প্রাক্তন প্রধান বিচারপতির
জানা গিয়েছে, গত জুন মাসের ২৫ তারিখ এই ঘটনা ঘটে। রেল লাইনের ধারে পড়েছিলেন তিনি। সেদিন রাতে রক্তাক্ত ও অচেতন অবস্তায় তাঁকে উদ্ধার করে সোনিপতের জিআরপি (GRP)। এরপর কিছুটা সুস্থ হলে ৪ জুলাই হাসপাতালের এক মহিলা চিকিৎসককে জানান ওই মহিলা। পুলিশ সূত্রে খবর, ২৪ জুন থেকে ওই মহিলা নিখোঁজ ছিলেন। এরপর ২৬ জুন তাঁর স্বামী নিখোঁজ ডায়েরি করেন। মাঝে ২৫ জুনের রাতে রেললাইনের ধারে তাঁকে উদ্ধার করে পুলিশ। তখনও কেউ জানত না ঠিক কী ঘটনা ঘটেছে। নির্যাতিতা মহিলার বয়ানের ভিত্তিতেই এফআইআর দায়ের করা হয়। এরপরই পানিপথ জিআরপি (Panipath GRP) তদন্ত শুরু করে।
পুলিশ জানিয়েছে, গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। ওইদিন রাতে ট্রেনের যাত্রী তালিকা, সিসিটিভি ফুটেজ ও রেলকর্মীদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া চলছে। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত তা এখনও জানা যায়নি।
দেখুন খবর