নয়াদিল্লি : ভারতে এখনও পর্যন্ত ৭০ কোটি কোভিড ভ্যাকসিন দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে, গত ১৩ দিনে ১০ কোটি ভারতীয়কে করোনার ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে। এই পরিসংখ্যান দেখে খুশি হয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী মনসুখ মাণ্ডাভিয়া। তিনি জানান, ভারতে করোনাক রুখতে গেলে আরও বেশি মাত্রায় টিকাকরণ প্রয়োজন।
আরও পড়ুন : ভ্যাকসিন দুর্নীতির প্রতিবাদ করায় হুমকি চিকিৎসকে
এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রী একটি টুইট করে লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে প্রায় ৭০ কোটি ভারতীয়কে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।” যার জন্য তিনি সকল স্বাস্থ্য কর্মী এবং জনগণকে ধন্যবাদ জানিয়েছেন। স্বাস্থ্য মন্ত্রী আরও জানান যে, ভারতে প্রথম ১০ কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছিল ৮৫ দিনে। ৪৫ দিনে ২০ কোটি এবং ২৯ দিনে এই সংখ্যা ৩০ কোটি ছাড়িয়ে যায়। দেশে ৩০ কোটি ডোজ থেকে ৪০ কোটিতে পৌঁছতে সময় লেগেছিল ২৪ দিন। এরপর ৬ অগস্ট ৫০ কোটি টিকাকরণ সম্পন্ন হয়। মনসুখ মাণ্ডাভিয়া টুইট লেখেন, ৬০ কোটি ছাড়াতে ১৯ দিন সময় লেগেছে এবং ৭০ কোটি ছুঁতে লেগেছে মাত্র ১৩ দিন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে জনসাধারণের টিকাকরণ শুরু হয়। ২ ফেব্রুয়ারি থেকে ফ্রন্টলাইন কর্মীদের টিকাকরণ শুরু হয়েছিল।
Soaring higher on #COVID19 vaccination under PM @NarendraModi ji's leadership.
7⃣0⃣,0⃣0⃣,0⃣0⃣,0⃣0⃣0⃣
vaccine doses administered to dateCongratulations to all the health workers and people for this momentous achievement. #SabkoVaccineMuftVaccine pic.twitter.com/g7xA0iAhpJ
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) September 7, 2021