ওয়েব ডেস্ক: গরমকাল মানেই শহরের এবং জেলায় অবস্থিত ওয়াটার পার্কগুলিতে (Water Park) দেখা যায় উপচেয়ে পরা ভিড়। বিশেষত্ব সপ্তাহান্তে। ঠিক তেমনই দিল্লির বুকে অবস্থিত ফান অ্যান্ড ফুড ভিলেজ’ ওয়াটার পার্কে শনি এবং রবিতে দেখা যায় উপচেয়ে পড়া ভিড়। গরমের হাত থেকে একটু স্বস্তি মিলতেই সেখানে যাওয়া সকলের।
তবে এবার ওয়াটার পার্কে গিয়েই মুখোমুখি হতে হল মৃত্যুর। শনিবার বিকেলে দিল্লির এই নাম করা ওয়াটার পার্কে ঘটে গেল ভয়াবহ ঘটনা। রোলার কোস্টার থেকে পড়ে গিয়ে প্রাণ হারালেন ২৪ বছরের প্রিয়ঙ্কা।
গতকাল অর্থাৎ শনিবার দিল্লির কাপাসেরা এলাকায় অবস্থিত এই নামকরা ওয়াটার পার্কে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা। বন্ধুদের সঙ্গে রোলার কোস্টারের (Roller Coaster) আনন্দে মাতোয়ারা হতে সেটিতে চাপেন। কিন্তু উচ্চতায় উঠে ভারসাম্য হারিয়ে রাইড থেকে ছিটকে পড়ে যান তিনি। মুহূর্তেই গোটা পার্ক জুড়ে আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়। প্রতক্ষ্যদর্শীরা দেখেন, রোলার কোস্টারটি যখন ওপরে ওঠে তখনই সেই তরুণী ছিটকে পড়ে যায়।
তড়িঘড়ি ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। পুলিশের পক্ষ থেকে ভারতীয় দণ্ডবিধির ২৮৯ ও ১০৬ ধারা অনুযায়ী পার্ক কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
জানা যাচ্ছে, ২৪ বছর বয়েসী প্রিয়াঙ্কা এক বেসরকারি সংস্থায় সেলস ম্যানেজারের পদে কর্মরত ছিলেন। পরিবারের বড় মেয়ে সে। এমনকি ২০২৬ সালে তাঁর বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। গতকাল ওয়াটার পার্কের ঘটনায় প্রিয়াঙ্কার সঙ্গে উপস্থিত ছিল তাঁর হবু জীবনসঙ্গী। তিনি জানান, রোলার কোস্টারে চড়ার সময় আচমকা নিচে পড়ে যান প্রিয়ঙ্কা। তবে কীভাবে এই ঘটনা ঘটে তাঁদের কাছেও অজনা।
আরও পড়ুন: পিচভেজা বৃষ্টিতে ভিজতে চলেছে রাজ্য, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস?
আর এই ঘটনার পরেই রোলার কোস্টারের নিরাপত্তা ব্যবস্থা নি য়ে উঠছে বড়সড় প্রশ্ন। কিভাবে এই ঘটনা ঘটল, কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিলনা সবকিছুই এখন প্রশ্ন চিহ্নের মধ্যে। ইতিমধ্যেই ওই তরুণীর মৃত্যুর পর দিল্লির এই ওয়াটার পার্ক নিয়ে শুরু হয়েছে বিস্তর আলোচনা।
দেখুন অন্য খবর