নয়াদিল্লি: ‘অ্যাবাইড উইথ মি’৷ মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi Abide With Me) প্রিয় গানটি প্রতি বছর ২৯ জানুয়ারির বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানে বাজানোর চল রয়েছে৷ তবে ঐতিহ্যশালী সেই অনুষ্ঠান থেকে বাদ পড়ল গানটি৷ ২০২২ সালের বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের গানের তালিকায় রাখা হয়নি ‘অ্যাবাইড উইথ মি’ (Abide With Me)৷ তবে এই প্রথম নয়৷ দু’বছর আগেও বিটিং দ্য রিট্রিট (Beating Retreat) অনুষ্ঠান থেকে বাদ পড়েছিল মহাত্মা গান্ধীর এই প্রিয় গান৷
১৯৫০ সাল থেকে প্রতি বছর বিজয় চকে প্রজাতন্ত্র দিবসের সমাপ্তি অনুষ্ঠানে বাজানো হয়ে আসছিল ‘অ্যাবাইড উইথ মি’৷ কিন্তু ২০২০ সালে সেই নিয়মে ছেদ পড়ে৷ সেই সময় প্রতিরক্ষা মন্ত্রকের কর্তারা জানিয়েছিলেন, প্রতি বছরই বিটিং দ্য রিট্রিটের গানগুলি খতিয়ে দেখা হয়৷ নতুন গান যুক্ত করার চেষ্টা থাকে৷ যত বেশি সম্ভব ভারতীয় গান যুক্ত করার চেষ্টা করা হয়৷ এবারেও একই ব্যাখ্যা শোনা যাচ্ছে৷ এবারের বিটিং দ্য রিট্রিট অনুষ্ঠানের জন্য তৈরি করা তালিকায় রাখা হয়েছে ২৬টি গান৷ রয়েছে ‘সারে যহা সে আচ্ছা’৷ নেই ‘অ্যাবাইড উইথ মি’৷ ১৮৪৭ সালে এই গানটি লেখেন স্কটিশ কবি হেনরি ফ্রান্সিস লাইত৷ সুর দেন উইলিয়াম হেনরি মঙ্ক৷
আরও পড়ুন: Woman Harassment in Local Train: রাতের লেডিস কামরায় মহিলারা উঠবেন না, পরামর্শ দিয়ে বিতর্কে রেলকর্তা