কলকাতা: বাংলা জয়ের পর তৃণমূলের টার্গেট উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরা। চার কেন্দ্রের উপনির্বাচনে প্রচারে গিয়েও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছে ত্রিপুরার, গোয়া, উত্তরপ্রদেশ দখলের কথা। নভেম্বরে ত্রিপুরা পুরনিগম ও নগর পঞ্চায়েতের ভোট। ইতিমধ্যেই সে রাজ্যে জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে তৃণমূল। রাজ্যজুড়ে একাধিক কর্মসূচিও নিচ্ছেন দলের নেতাকর্মীরা। এই পরিস্থিতিতে আগরতলা যাচ্ছেন অভিষেক।
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইটে জানিয়েছেন, ৩১ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখেছেন, ‘আগামী ৩১ অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলায় জনসভা করবেন তিনি। ত্রিপুরা জেগে উঠছে। ছলেবলেকৌশলে বাধা দিচ্ছিল বিজেপি। আসলে ওরা ভয় পেয়েছে। ৩১ অক্টোবর বিপ্লব দেব সরকার বুঝবে, এবার আসল বিপ্লব শুরু। ঝড়ের নাম অভিষেক।’
আরও পড়ুন: লাগামছাড়া দাম-বৃদ্ধি পেট্রোপণ্যের, ত্রিপুরায় প্রতিবাদে পথে নামল তৃণমূল
আগামী 31 অক্টোবর ত্রিপুরা সফরে আসছেন @AITCofficial এর সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ @abhishekaitc.
আগরতলায় জনসভা করবেন তিনি।
ত্রিপুরা জেগে উঠছে।
ছলেবলেকৌশলে বাধা দিচ্ছিল বিজেপি।
আসলে ওরা ভয় পেয়েছে।31 অক্টোবর বিপ্লব দেব সরকার বুঝবে, এবার আসল বিপ্লব শুরু।
ঝড়ের নাম অভিষেক।— Kunal Ghosh (@KunalGhoshAgain) October 26, 2021
২৫ নভেম্বর ত্রিপুরা পুরনিগম ও নগর পঞ্চায়েতের ভোট। আপাতত জোরকদমে প্রচার চালাচ্ছে তৃণমূল। প্রার্থী বাছাইয়ে নতুনদের উপর গুরুত্ব দিচ্ছে ঘাসফুল শিবির। তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এখন ত্রিপুরায় রয়েছেন। কুণাল ঘোষ ও ত্রিপুরা তৃণমূলের অন্যতম মুখ সুবল ভৌমিকের নেতৃত্বে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার বিক্ষোভ মিছিল করে তৃণমূ্লের নেতা–কর্মীরা। মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের কেন্দ্রের একটি পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখান তাঁরা।
আগামী 31 অক্টোবর ত্রিপুরা তৃণমূল কংগ্রেসের ডাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা pic.twitter.com/gGwtOVyxSl
— AITC Tripura (@AITC4Tripura) October 26, 2021
আরও পড়ুন: ত্রিপুরায় ফের আক্রান্ত তৃণমূল, ভাঙচুর করা হল সুস্মিতা দেবের গাড়ি
মঙ্গলবার সকালের কর্মসূচি নির্বিঘ্নে হলেই সন্ধ্যেয় ফের আক্রান্ত হলেন তৃণমূলের নেতা-কর্মীরা। অমরপুর নতুন বাজারে যোগদান অনুষ্ঠানের আয়োজন করেছিল তৃণমূল। জোড়াফুল শিবিরের অভিযোগ, সেখানেই বিজেপির লোকজন তৃণমূলকর্মীদের মারধর করার ছাড়াও গাড়ি ভাঙচুর করেছে। সভায় যাওয়ার পথে মাঝরাস্তায় কুণাল ও সুবলকে বাধাও দেয় পুলিশ। দলীয় সূত্রে খবর, ত্রিপুরায় তৃণমূল কর্মীদের উপর হামলার ঘটনায় রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানাবে তৃণমূল।