নয়াদিল্লি: আবগারি দুর্নীতি মামলায় আম আদমি পার্টির (AAP) সাংসদ সঞ্জয় সিংকে (Sanjay Singh) জামিন দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত বছর অক্টোবর মাসে তাঁকে আর্থিক অনিয়মের অভিযোগে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এদিন আপ নেতার জামিনের আবেদনে আপত্তি জানায়নি ইডি। এদিকে সঞ্জয়ের জামিনে উচ্ছ্বসিত আম আদমি পার্টির তরফে বলা হল, “সত্যমেব জয়তে। ফের একবার ইডি-সিবিআইয়ের ষড়যন্ত্র দেশের সামনে বেআব্রু হয়ে পড়ল।”
মঙ্গলবার শুনানিতে বিচারপতি সঞ্জীব খান্নার (Justice Sanjay Khanna) নেতৃত্বাধীন এবং বিচারপতি দীপঙ্কর দত্ত ও পিবি ভারালের বেঞ্চ জানায়, জামিনে থাকাকালীন রাজনৈতিক কর্মসূচি পালনেও বাধা নেই আপ সাংসদের। জামিনের খবরে আপ উচ্ছ্বসিত হলেও রাজনৈতিক মহলের একাংশ অন্য আর এক সম্ভাবনার দিকে অঙ্গুলি নির্দেশ করছে। তাদের দাবি, জামিন পেয়ে বিজেপিতে (BJP) যোগ দিতে পারেন সঞ্জয় সিং।
আরও পড়ুন: দলে এসো নয় জেলে যাও, বিজেপির প্রস্তাব নিয়ে বিস্ফোরক আপ নেত্রী
सत्यमेव जयते ???
AAP सांसद संजय सिंह को सुप्रीम कोर्ट से मिली बेल ?
एक बार फिर BJP-ED की साजिश, देश के सामने हुई बेनकाब!? pic.twitter.com/t8NlctGJTv
— AAP (@AamAadmiParty) April 2, 2024
ইডির আইনজীবী এস ভি রাজু এদিন আদালতে বলেন, জামিনের আবেদন নিয়ে তর্ক চলতে পারে, তবে তাঁরা এ ব্যাপারে ছাড় দিচ্ছেন। সঞ্জয়ের আইনজীবী অভিষেক মন সিংভি সওয়াল করেন, অপরাধী থেকে রাজসাক্ষী হয়ে ওঠা দীনেশ অরোরার বক্তব্যে সঞ্জয়ের বিরুদ্ধে কিছু নেই, কোনও অর্থ উদ্ধার হয়নি। জামিনের আদেশ দেওয়ার আগে ইডির কাছে এই সওয়ালের উত্তর চেয়েছিল সুপ্রিম কোর্ট।
এদিকে সঞ্জয়ের জামিন পাওয়ার দিনে আপ-এর জাতীয় আহ্বায়ক অতিশী মারলেনা (Atishi Marlena) বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন। তিনি জানালেন, রাজনৈতিক কেরিয়ার বাঁচাতে তাঁকে বিজেপিতে (BJP) যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। অতিশীর আরও দাবি, বিজেপিতে যোগ দিতে রাজি না হলে একমাসের মধ্যে তাঁকে গ্রেফতার করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)।
দেখুন অন্য খবর: