ওয়েব ডেস্ক: ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা রাজধানীতে (Delhi)। গতকাল শুক্রবার দিল্লির সেন্ট্রাল ডিস্ট্রিক্টের করোল বাগের (Karol Bagh) বিশাল মেগা মার্টে (Vishal Mega Mart) আচমকাই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার সময়ে লিফটে (Lift) আটকে পড়ে প্রাণ হারায় ২৫ বছরের এক যুবক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকল (Fire Fighters) ও বিপর্যয় মোকাবিলা টিম। তাঁরা উদ্ধারকার্যে হাত লাগায়। সেই সময়েই বিশাল মেগা মার্টের লিফটে আটকে পড়া ওই যুবককে উদ্ধার করে পুলিশ। তাঁর নাম কুমার ধীরেন্দর প্রতাপ সিং। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে পাঠায় পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দিল্লি ফায়ার সার্ভিস সূত্রে খবর, দিল্লির একটি বাণিজ্যিক ভবনের দ্বিতীয় তলায় (2nd Floor) আগুন লাগে। ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে উপরে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৩টি ইঞ্জিন। তাঁদের তৎপরতায় আগুন নেভানোর কাজ শুরু হয়। আজ শনিবার দিল্লি পুলিশ জানিয়েছে, এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি। আগুন নেভানোর কাজ জারি রয়েছে।
আরও পড়ুন: শনিবার ৮ জেলায় বৃষ্টির পূর্বাভাস
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই করোল বাগ থানায় (Karol Bagh Police Station) একটি এফআইআর (FIR) দায়ের হয়েছে। তবে আগুন কিভাবে লাগলো তার প্রকৃত কারণ এখনও পর্যন্ত জানতে পারেনি পুলিশ। শুক্রবার থেকে এখনও পর্যন্ত ১৩ ঘণ্টা কেটে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে রয়েছে দমকল ও বিপর্যয় মোকাবিলা টিম। আচমকা অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয়রা আতঙ্কে রয়েছে। বন্ধ রয়েছে ওই ভবনের আশেপাশের দোকানগুলি।
দেখুন অন্য খবর