ওয়েব ডেস্ক: পাকিস্তানের মুরিদ বিমান ঘাঁটি (Murid Airbase) গুঁড়িয়ে দিয়েছে ভারত, তার প্রমাণ মিলল উপগ্রহ চিত্রে । অপারেশন সিঁদুরের (operation sindoor) মাধ্যমে গত ৭ মে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিগুলি লক্ষ্য করে হামলা চালিয়েছিল। সম্প্রতি ম্যাক্সার টেকনোলজির (technology) মাধ্যমে তোলা হাই-রেজোলিউশনের (high-resolution) উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে, মুরিদ বিমানঘাঁটির সাব-কমপ্লেক্সের (sub complex) প্রবেশপথ থেকে মাত্র ৩০ মিটার দূরে প্রায় তিন মিটার চওড়া গর্ত তৈরি হয়েছে।
মুরিদ বিমান ঘাঁটি জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি পাকিস্তানের চাকওয়ালে অবস্থিত। এটা পাকিস্তানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিমান ঘাঁটি। এই ঘাঁটিতে যুদ্ধবিমান এবং ড্রোন (drone) রাখা হয় বলে জানা গিয়েছে। এবার উপগ্রহচিত্রে দেখা গেল, মুরিদ বিমানঘাঁটির প্রবেশদ্বারের ৩০ মিটারের মধ্যে গভীর গর্ত তৈরি হয়েছে ভারতের মিসাইল (Missile) হানায়। ৩ মিটার চওড়া গর্ত প্রকাশ্যে। জানা গিয়েছে, মুরিদ বিমানঘাঁটি (Murid Airbase) এলাকায় বেশ কিছু বাঙ্কার রয়েছে, যেখানে বিভিন্নরকম অস্ত্র মজুত করা ছিল এছাড়াও সেনাদের সুরক্ষিত আশ্রয়স্থল এটি। ভারতের নিখুঁত নিশানায় পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ভারতীয় মিসাইল।
আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে মহাকাশে ইতিহাস লিখবেন শুভাংশু শুক্লা
গত ৭ মে মধ্যরাতে পহেলগাম হামলার জবাবে ভারতের অপারেশন সিঁদুর অভিযান। পাকিস্তান ও পাক অধিকৃত ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয় এই অভিযানের মাধ্যমে। এর আগেই ভারতীয় সেনা দাবি করেছিল, পাকিস্তানের মুরিদ বিমানঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু পাকিস্তান সেনাবাহিনীর পাল্টা দাবি ছিল, ভারত ক্ষেপণাস্ত্র হামলা চালালেও কোনও ক্ষয়ক্ষতি করতে পারেনি। পাকিস্তান ভারতের মিসাইল আকাশেই ধ্বংস করে দিয়েছে। তবে এবার যে চিত্র সামনে এসেছে সেখানে পাকিস্তানের মিথ্যাচার আরও একবার প্রকাশ্যে।
দেখুন অন্য খবর: