নয়াদিল্লি: আরও একটি বিমানবন্দর নির্মাণ করা হবে উত্তর-পূর্বের রাজ্য ত্রিপুরায়। নয়া বিমানবন্দরের জন্য খরচ করা হবে ৪৯০ কোটি টাকা। বৃহস্পতিবার এমনই জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
এ দিন সমগ্র দেশের বিভিন্ন প্রান্তে নতুন চারটি বিমানবন্দর চালুর কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যটিরাদিত্য সিন্ধিয়া। উত্তরপ্রদেশের কুশিনগরে, উত্তরাখণ্ডের দেরাদুনে, ত্রিপুরার আগরতলায় এবং উত্তরপ্রদেশের জেওয়ারে। দেরাদুন এবং আগরতলা বিমানবন্দরের পাশে নয়া টার্মিনাল চালু করা হবে।
আরও পড়ুন- টানা নয় দিনে সংক্রমণ ১০০’র কোঠা পার, উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা
কেন্দ্রীয় সরকারের পূবে তাকাও নীতির অধীনেই ত্রিপুরার বিমানবন্দর নির্মাণ হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী মহাশয়। এই মুহূর্তে আগরতলা বিমানবন্দরে প্রতি ঘণ্টায় ৫০০ জন যাত্রী যাতায়াত করতে পারে। নয়া টার্মিনাল হয়ে গেলে সেই সংখ্যা ১২০০ হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি। যাত্রীর সংখ্যা বাড়লে তা ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নতির ক্ষেত্রেও সহায়ক হবে বলে দাবি করেছেন মন্ত্রী।
আরও পড়ুন- ত্রিপুরায় সিপিএমের পার্টি অফিসে হামলা, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে মোদিকে চিঠি ইয়েচুরির
উত্তরপ্রদেশের একাধিক জায়গায় বিমানবন্দর নির্মাণ নিয়ে মন্ত্রী জ্যোতিরাদিত্যকে প্রশ্ন করা হয় সাংবাদিক সম্মেলনে। যার জবাবে তিনি জানিয়েছেন যে কেদবল উত্তরপ্রদেশ নয়, দেশের সর্বত্রই বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে কেন্দ্রের। আপাতত চারটি জায়গার নাম উল্লেখ করা হয়েছে। বাকি শহরের নামও খুব শীঘ্রই জানানো হবে। সমগ্র প্রকল্পের জন্য প্রায় ৩০ হাজার কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছেন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।
উড়বে উড়ান
আরও পড়ুন- ১৩ বিমানবন্দরকে বেসরকারি হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের