ওয়েব ডেস্ক: প্রসাদী লাড্ডুতে মরা আরশোলো! এক ভক্তের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল অন্ধ্রপ্রদেশে। শ্রীশৈলম মন্দিরের প্রসাদের লাড্ডুতে আরশোলা থাকার বিষয়টি নিয়ে রবিবার সমাজ মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন এক ভক্ত। বেশ কয়েকদিন আগেই তিরুপতি মন্দিরের প্রসাদী লাড্ডুতে পশুর চর্বি মেশানো নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে আবারও প্রসাদী লাড্ডুতে আরশোলা থাকার অভিযোগ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সোশাল মিডিয়ায় একটি ভিডিও পোষ্ট করে ওই তরুণ জানিয়েছেন, রবিবার শ্রীশৈলম মন্দিরে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়ে মন্দির থেকে প্রসাদ নেন। এরপরেই ওই প্রসাদ থেতে গিয়ে লাড্ডুর ভিতরে মৃত আরশোলা দেখতে পান তিনি। এবং যে ভিডিওটি পোস্ট করেন ওই তরুণ। সেখানেও স্পষ্ট দেখা যাচ্ছে, একটি লাড্ডু ভাঙতেই তার ভিতর থেকে একটি মরা আরশোলা বেরিয়ে আসছে। এই ঘটনার পরই তোলপাড় হয়েছে নেট দুনিয়া।
#WATCH | Devotee claims cockroach found in Laddoo Prasadam of Srisailam temple, Andhra Pradesh.#Viral #Trending #SrisailamTemple #laddoo #Prasadam #AndhraPradesh pic.twitter.com/cMyOVS1rQ6
— Webdunia English (@WDEng_Portal) June 30, 2025
আরও পড়ুন : ৭০ লক্ষ টাকার গাড়ি, ১ কেজি সোনা পেয়েও বধূ নির্যাতন, আত্মঘাতী তরুণী
ওই ভক্তের অভিযোগ, মন্দির কমিটির গাফিলতির কারনেই এমন ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই মন্দির কমিটিকে চিঠি দিয়ে এই ঘটনার দ্রুত পদক্ষেপ নিতে আবেদন করেছেন তিনি। যদিও ওই ব্যক্তির অভিযোগ অস্বীকার করে মন্দির কমিটি জানিয়েছে, প্রসাদী লাড্ডু তৈরিতে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়। প্রসাদ তৈরি জায়গা সবসময় পরিস্কার রাখা হয়।
দেখুন অন্য খবর :