কাশ্মীর: দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ৩ জঙ্গি। সেনাবাহিনী সূত্রের খবর, বুধবার ভোরে নিরাপত্তারক্ষীদের সঙ্গে এনকাউন্টারে লস্কর কমান্ডার সহ অজ্ঞাত পরিচয় দুই জঙ্গির মৃত্যু হয়। এলাকায় সন্ত্রাসবাদীদের লুকিয়ে থাকার সম্ভবনায় তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা। কাশ্মীর জোনাল পুলিশ জানিয়েছে, দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা টাউনে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ তল্লাশি অভিযান চলাকালীন টের পায় জঙ্গিরা। নিরাপত্তারক্ষীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় জওয়ানরাও। ঘটনাস্থলে মারা যায় অজ্ঞাত পরিচয় দুই জঙ্গি। তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রচুর আগ্নেয়াস্ত্র। প্রায় ৩ ঘণ্টা অপারেশন চলার পর লস্কর কমান্ডার আবু হুরাইরা সহ দুই অজ্ঞাত পরিচয়ের জঙ্গিকে নিকেশ করতে সক্ষম হয় জওয়ানরা। সংঘর্ষের পর এলাকা জুড়ে চলছে কার্ফু। মোতায়েন রয়েছে বিশাল সেনাবাহিনী।