নয়াদিল্লি: তখনও ‘গণনা’ শেষ হয়নি৷ ততক্ষণে টিকাকরণে নতুন রেকর্ড তৈরি করে ফেলেছে ভারত৷ যা নিয়ে টুইটে উচ্ছাস প্রকাশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য৷ শুক্রবার টুইট করে জানান, আজ দেশে ৯০ লক্ষেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে৷ কিন্তু পরিসংখ্যানটা তিনি জানাননি৷ কেননা তখনও ‘কাউন্টিং’ চলছিল৷ রাতের দিকে পাওয়া খবর অনুযায়ী, সংখ্যাটা এখন এক কোটি ছুয়েছে৷ ভারতে একদিকে টিকার ডোজ পেয়েছেন ১ কোটির বেশি মানুষ৷
টিকাকরণ অভিযান শুরু হওয়ার সাত মাস পর আজ ঐতিহাসিক সাফল্য পেল ভারত৷ এজন্য দেশবাসীকে ধন্যবাদ জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী৷ এদিন সন্ধ্যে সাতটা বেজে ২৩ মিনিট নাগাদ টুইট করেন মনসুখ মান্ডব্য৷ লেখেন, ভারতবাসীকে অভিনন্দন৷ আজ দেশে ৯০ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে৷ এখনও টিকাদান চলছে৷ ঐতিহাসিক৷
আরও পড়ুন: ফেসবুকে কেন্দ্রের নজরদারি, আইটি অ্যাক্ট মামলায় মোদি সরকারের জবাব চাইল কোর্ট
Congratulations to the citizens as India today administers historic 90 lakh #COVID19 vaccines until now – and still counting!🤞
ऐतिहासिक!
देशभर में आज 90 लाख से अधिक टीके अब तक लगाए जा चुके है। pic.twitter.com/p5b91MuIMW
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) August 27, 2021
বিকেলের দিকে কোউইন পোর্টাল থেকে জানা যায়, তখনও পর্যন্ত ৯৮ লক্ষ ৮৫ হাজার ৯৫৫ জনকে ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়ে গিয়েছে৷ রাত ১০টা বেজে ১০ মিনিট নাগাদ কোউইন পোর্টাল থেকে জানা যায়, সংখ্যাটা ১ কোটি পার হয়ে গিয়েছে৷ এদিন মোট ভ্যাকসিন নিয়েছেন ১ কোটি ৬৪ হাজার ৩২ জন৷ প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে দেশে আজ পর্যন্ত ৬২ কোটি ১৭ লক্ষ ৬ হাজার ৮৮২ জন টিকা দেওয়া হয়েছে৷ এর মধ্যে প্রথম ডোজ পেয়েছেন ৪৮ কোটি ৮ লক্ষ ৭৮ হাজার ৪১০ জন৷ দ্বিতীয় ডোজ পেয়েছেন ১৪ কোটি ৮ লক্ষ ২৮ হাজার ৪৭২ জন৷
ডিসেম্বরের মধ্যে ৮০ কোটি মানুষকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ তাই বিদেশি টিকাগুলিকেও জরুরি ভিত্তিতে প্রয়োগে ছাড়পত্র দেওয়া হচ্ছে৷ সম্প্রতি ষষ্ঠ টিকা হিসাবে ছাড়পত্র পায় জ্যাডিলার ডিএনএ ভ্যাকসিন জাইকভ ডি৷ সেপ্টেম্বরেই বাজারে চলে আসবে এটি৷