ওয়েবডেস্ক- ওড়িশায় (Orissa) বজ্রাঘাতে (lightning) একদিনে ৯ জনের মৃত্যু। প্রাকৃতিক দুর্যোগে (Natural Disasters) একাধিক এলাকার বাসিন্দার আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে অনেকেই একই পরিবারের লোক বলে খবর। একাধিক নাবালকের মৃত্যু হয়েছে। সরকারি সূত্রে মৃতের সংখ্যা ৯ হলেও অসর্মিথ সূত্রে মৃতের সংখ্যা ১০।
শুক্রবার বজ্রপাতে ওড়িশার কোরাপুট জেলায় তিনজন, জাজপুর ও গঞ্জমে দু’জন ও গজপতি ও ধেনকানাল জেলায় একজন করে প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। মৃতদের ৩ জন মাস মহিলা রয়েছেন। নিহতরা হলেন ব্রুধি মান্ডিঙ্গা (৬০), তাঁর নাতনি কাসা মান্ডিঙ্গা (১৮) এবং অম্বিকা কাশী (৩৫)। প্রশাসন তরফে মৃতদের পরিবার পিছু আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
আরও পড়ুন- পহেলগাম আবহে বড় সাফল্য পেল NIA, ISIS স্লিপার সেলের ২ সদস্য গ্রেফতার পুনেতে
শুক্রবারই মৌসম বিভাগ ওড়িশার ৭ জেলায় বজ্রপাত ও ঝড় সংক্রান্ত লাল সতর্কতা জারি করেছে। এর জেলার হল, কোরাপুট, নয়াগড়, কুট্টাক, খুর্দা, জাজপুর, বালাসোর ও গঞ্জাম। আজও বৃষ্টির সতর্কতা জারি করেছে। ওড়িশায় এই প্রথম বজ্রপাতে এত মানুষের মৃত্যু হল। এর আগে বিহারে গত মাসে বজ্রাঘাতে একসঙ্গে বহু মানুষের মৃত্যুর খবর সামনে আস।
আবহাওয়া বিশেষজ্ঞরা মনে করছেন, পরিবেশ ও জলবায়ুর পরিবর্তনের ফলে বজ্রপাতের ঘটনা বেড়ে গিয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, রবিবার পর্যন্ত ওড়িশায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা জারি করেছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায়। ২০২২ -এর একটি প্রতিবেদন অনুসারে ১৯৯৫ থেকে ২০০৪ পর্যন্ত এক দশকে বজ্রাঘাতে মৃত্যুর হার ধারাবাহিক হারে বৃদ্ধি পেয়েছে।
দেখুন আরও খবর-